প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব ডাকঘর এলাকা জামে মসজিদে কুমিল্লা পূজা মন্ডপে পবিত্র আল কোরআন অবমাননার প্রতিবাদে তাৎক্ষনিক এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদের সভাপতি আলহাজ্ব রইছ মিয়ার সভাপতিত্বে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক কাজী মাওলানা এম. এ জলিলের সঞ্চালনায় পবিত্র প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শাহী ঈদগাহের খতিব মাওলানা গোলাম মোস্তাফা নবীনগরী, চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের খতিব মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী, বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসাইন সাইফী, ক্বারী মাওলানা নাজমুল হোসেন, হাফেজ মাওলানা রেজাউল করিম, হাফেজ মাওলানা এবাদুল হক চৌধুরী, আলহাজ্ব মফিজুর রহমান টিটু, মাওলানা খুরশেদ আলম, হাফেজ মাওলানা নাসির উদ্দিন প্রমুখ। বক্তাগণ বলেন যুগে যুগে যে বা যাহারা পবিত্র ধর্ম ইসলামকে নিয়ে মহা গ্রন্থ আল কোরআন বা মহানবী কে নিয়ে কুটুক্তি করেছে তারাই ধ্বংসের মুখে প্রতিত হয়েছে। কুমিল্লা পূজা মন্ডপে পবিত্র কোরআনের এই অবমাননা মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরন হচ্ছে। মুসলমান কখনো এই অবমাননা সহ্য করতে পারে না। তাই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো মুসলমানদের ঈমানী দায়িত্ব। সরকারের নিকট এর সুষ্ঠ বিচারের দাবী জানানো হয়। সভাপতি রইছ মিয়া বলেন প্রশাসন অচিরেই কোরআন অবমাননাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্তা না করলে এদেশের মুসলিম জনতা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যেতে বাধ্য হবে, তখন ইসলামের শত্রুরা পালানোর পথ খুঁজে পাবে না।