স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নের পশ্চিম কসবা গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে ৪শ পিস ইয়াবাসহ রাসেল আহমেদকে আটক করেছে। সূত্রে জানা যায়, গতকাল (২২ জুন) রবিবার দুপুর ১২ টার দিকে অভিযান চালিয়ে ৪শ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রাসেল আহমেদকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো: রবিউল্লা। অভিযানে অংশ নেন সহকারী উপ-পরিদর্শক মো: সায়েম মিয়া, মো: সাদ্দাম হোসেন, তাপস চন্দ্র সেন, মো: রনি ও হিরনায় শর্মাসহ একটি রেইডিং টিম। অভিযানের সময় বসতঘরের পূর্ব পার্শ্বের একটি কক্ষে কাঠের সকেসের ড্রয়ারে রাখা একটি স্বচ্ছ পলিথিন ব্যাগ থেকে দুইটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে রাখা অ্যামফিটামিনযুক্ত ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: কামরুজ্জামান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।