মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সুলতানপুর ও মহব্বত গ্রামের কৃষিজমি থেকে উর্বর মাটি উত্তোলন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মাধবপুর সহকারী কমিশনার (ভুমি) মুজিবুল হক সোমবার বিকেলে সুলতানপুর ও মহব্বতপুর গ্রামে অভিযান চালিয়ে মাতু মিয়া ও ফয়সল মিয়াকে ৫০ হাজার করে এক লাখ টাকা অর্থদণ্ড করেছে। অভিযানে সহায়তা করেন মাধবপুর থানার এসআই সাইদুর রহমান নেতৃত্বে একদল পুলিশ। মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মুজিবুল ইসলাম জানান, যারা বেআইনিভাবে মাটি বালু পাচার করবে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে এবং মাধবপুর উপজেলা জুড়ে অভিযান অব্যাহত থাকবে।