স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া থেকে টমটম চুরির অভিযোগে রুবেল মিয়া (২৩) কে আটক করেছে জনতা। গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে পাইকপাড়া পয়েন্টে টমটম চুরি করে পালিয়া যাওয়ার সময় জনতা তাকে আটক করে। সে শহরতলীর এড়ালিয়া গ্রামের আব্দুর রহমানের পুত্র। আটককৃত রুবেল মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় একাধিক চুরি এবং মাদক মামলা রয়েছে। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, রুবেল মিয়াকে টমটম চুরির মামলায় আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।