শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাইলেন বানিয়াচংয়ের নবাগত ইউএনও পদ্মাসন সিংহ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম তথা গণমাধ্যমকর্মীরা। গণমাধ্যমকর্মীদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। প্রশাসনের অনেক কাজের সাথে গণমাধ্যমকর্মীদের ভূমিকা রয়েছে। সাংবাদিকগণ জাতির বিবেক। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও অজানা বিষয় মানুষজন জানতে পারেন। বানিয়াচংয়ের কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানকালে উপরোক্ত বক্তব্য প্রদান করেন বানিয়াচংয়ের নবাগত ইউএনও পদ্মাসন সিংহ। এ সময় বানিয়াচং উপজেলার প্রশাসনিক কাজ সুষ্ট সুন্দরভাবে সমাধান করতে বানিয়াচং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীদের সহযোগিতা চেয়েছেন বানিয়াচং উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের কাছে এলাকার বা এলাকার মানুষের যে কোন সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করে সমাধান করে নেওয়ার জন্যও আহবান জানিয়েছেন। বানিয়াচং উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা কাওসার শোকরানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা শেখ নমির আলী, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া, সাধারন সম্পাদক খলিলুর রহমান, উপদেষ্টা ও সাবেক সভাপতি মোশাররফ হোসাইন, উপদেষ্টা আক্কাছ আলী খান, দৈনিক মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া, দৈনিক সময়ের আলো প্রতিনিধি মোঃ আশিকুল ইসলাম, এশিয়ান টিভি প্রতিনিধি আনোয়ার হোসেন, বাংলা টিভি প্রতিনিধি আল আমিন খান, এন টিভি প্রতিনিধি আক্তার হোসেন আলহাদী, দৈনিক খোয়াই প্রতিনিধি সাহিদুর রহমান, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি আজমল হোসেন খান, দৈনিক জালালাবাদ প্রতিনিধি শেখ নুরুল ইসলাম, দৈনিক আমার হবিগঞ্জ প্রতিনিধি তাপস হোম, দৈনিক লাখোকন্ঠ প্রতিনিধি আলমগীর রেজা, সমাচার দর্পণ প্রতিনিধি সাজ্জাদুর শাহ সুমন, দৈনিক দেশ প্রতিনিধি তাওহীদ হাসান, দৈনিক প্রভাকর প্রতিনিধি মোক্তাদির হোসেন সেবুল, বানিয়াচং বার্তার প্রতিনিধি বদরুল লস্কর, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি হৃদয় খান দৈনিক সিলেট সমাচার প্রতিনিধি হৃদয় হাসান শিশির, দৈনিক আমার হবিগঞ্জ প্রতিনিধি শেখ সজীব হাসান, হবিগঞ্জ নিউজ টুয়েন্টি ফোর ডটকম প্রতিনিধি দেলোয়ার হোসেন, দৈনিক লোকালয় বার্তা প্রতিনিধি কাওসার হোসেন,বানিয়াচং বার্তা‘র প্রতিনিধি তাসকির হোসেন সাগর প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com