শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে সরকারে সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত করণে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে পৌরসভা সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা তথ্য অফিস।
পৌর মেয়র মোঃ ছালেক মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মোঃ সালাহ উদ্দিন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, সাবেক সভাপতি সমুজ আলী আহমেদ, সাবেক সাধারণ সম্পদাক প্রভাষক জালাল উদ্দিন রুমি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, সাংবাদিক কামরুল হাসান, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, আব্দুল হক রেনু, মামুন চৌধুরী, মিজানুর রহমান সুমন, এম এইচ সোহাগ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর জিতু আহমেদ মাখন, মোঃ সাইদুর রহমান, মোঃ নোয়াব আলী, খায়রুল আলম ও মহিলা কাউন্সিলর লাইজু আক্তার প্রমুখ।