শনিবার, ২৪ মে ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন

হবিগঞ্জ পৌর আ-লীগ নেতা শামসুদ্দিন আহমেদ আর নেই

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০১৪
  • ৪২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী রোড এলাকার বাসিন্দা ও পৌর আওয়ামীলীগের সাবেক সহ-সাধারন সম্পাদক শামসুদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ……রাজেউন)। গতকাল সোমবার সন্ধ্যায় তিনি হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি মা, স্ত্রী, তিন ভাই, তিন বোন অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ওইদিন সন্ধ্যায় তিনি বুকে ব্যাখা অনুভব করলে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে মারা যান। আজ বাদ জোহর শহরের সওদাগর জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্টিত হবে। শামসুদ্দিন আহমদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অসংখ্য মানুষ তার বাসায় ছুটে যান। তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন হবিগঞ্জ চেম্ভার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোতাচ্ছিরুল ইসলাম। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের আত্বার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com