মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন

সাংস্কৃতিক চর্চার মান উন্নয়নে হবিগঞ্জ পৌরসভা কাজ করে যাবে-মেয়র জি-কে গউছ

  • আপডেট টাইম বুধবার, ১৫ অক্টোবর, ২০১৪
  • ৪৮৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সুরবিতান ললিতকলা প্রশিক্ষন কেন্দ্রের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি সুরবিতান ভবনে পৌছুলে প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ তাকে স্বাগত জানান। হবিগঞ্জ পৌরসভার থেকে ১ লাখ টাকা ব্যয়ে সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্রের মঞ্চসহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। মেয়র উন্নয়নকাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি সুরবিতানের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মেয়র বলেন সুরবিতান হবিগঞ্জের ঐহিত্যবাহী একটি প্রতিষ্ঠান যার সাথে হবিগঞ্জের অনেক সুনাম জড়িয়ে আছে। তিনি সাংস্কৃতিক চর্চার মানউন্নয়ন ও সাংস্কৃতিক কর্মকান্ড বেগবান করতে হবিগঞ্জ পৌরসভা সবসময় সুরবিতানের পাশে থাকবে বলে আশ্বস্থ করেন। এ সময় উপস্থিত ছিলেন সুরবিতানের সহ-সভাপতি এডভোকেট পূন্যব্রত চৌধুরী বিভু, পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, সুরবিতানের সাধারণ সম্পাদক আবুল ফজল, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বাবুল, সাংগঠনিক সম্পাদক সিদ্ধার্থ বিশ্বাস, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী দিলীপ কুমার দত্তসহ অন্যান্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com