নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পূর্ব বিরোধ ও সাম্প্রতিক উত্তেজনার জেরে পৌরসভার আনমনু, তিমিরপুর, পশ্চিম তিমিরপুর ও চরগাঁওসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারার সময়সীমা বৃদ্ধি করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ সাড়াশি অভিযান শুরু হয়, যেখানে অন্তত ৪ জনকে আটক করা হয়েছে। যা জনমনে ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি করেছে। মঙ্গলবার রাতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন স্বাক্ষরিত আদেশে জানানো হয়, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তায় মঙ্গলবার (৮ জুলাই) রাত ১২টা থেকে বুধবার (৯ জুলাই) রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। এ সময় পাঁচজনের অধিক জমায়েত, অস্ত্র বহন, মিছিল বা সভা-সমাবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়। সেনা-পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার রাতভর তিমিরপুর, চরগাঁও, পশ্চিম তিমিরপুর এবং আনমনু এলাকায় সাড়াশি অভিযান চালানো হয়। অভিযানকালে বিভিন্ন এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হয় ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়। এই অভিযানে চারজনকে আটক করা হলেও তাদের নাম-পরিচয় নিশ্চিত করা হয়নি। অভিযানের ফলে এসব গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে; অনেক এলাকা পুরুষশূন্য হয়ে পড়ে, নারী ও শিশুদের মধ্যে দেখা দেয় চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান আটকের সত্যতা নিশ্চিত করেছেন
উল্লেখ্য, গত (৩ এপ্রিল) তিমিরপুর গ্রামের খরচু মিয়া তালুকদার ও ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি আশাহিদ আলী আশার মধ্যে কথাকাটাকাটি থেকে উত্তেজনা শুরু হয়। পরদিন (৪ এপ্রিল) আনমনু ও তিমিরপুরের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এর জেরে (৭ এপ্রিল) সোমবার দুপুরে তিমিরপুর ও চরগাঁওয়ের সঙ্গে রাজাবাদ, রাজনগর, কানাইপুর ও নোয়াপাড়ার কয়েকটি গ্রামের মানুষ ভয়াবহ সংঘর্ষে জড়ায়। এতে ফরুক মিয়া নামে একজন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ সময় প্রায় ৫০টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অন্তত ১০টি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ওইদিন বিকেল ৪টায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে, যার সময়সীমা ছিল মঙ্গলবার (৮ জুলাই) রাত ১২টা পর্যন্ত। পরে পরিস্থিতি পুনরায় উত্তপ্ত হয়ে উঠলে ধারা বলবৎ রাখার সময় আরও একদিন বাড়ানো হয়।