নবীগঞ্জ প্রতিনিধি ॥ “আমি বড় হয়ে ডাক্তার হবো”, “আমি হবো চিত্রশিল্পী”, “আমি পাইলট হতে চাই” এমন স্বপ্ন নিয়ে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় কিশোরীদের অংশগ্রহণে নবীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “স্বপ্নের মেলা”। গতকাল বুধবার নবীগঞ্জ সদর ইউনিয়নের চৌশতপুরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী। অনুষ্ঠানটি পরিচালনা করেন অফিসার সেলপ রীমা আক্তার চৌধুরী। ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, বাল্যবিয়ে প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের নিয়ে গঠন করা হয়েছে ‘স্বপ্নসারথি’ দল। প্রতি মাসে তাদের নিয়ে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক সেশন। এরই ধারাবাহিকতায় ২৪তম সেশনে আয়োজিত হয় এই ব্যতিক্রমধর্মী “স্বপ্নের মেলা”। মেলায় কিশোরীরা তিনটি দলে ভাগ হয়ে নিজেদের স্বপ্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক, চিত্রশিল্পী বা পাইলট হওয়ার প্রতিকৃতি, গল্প ও চিত্রের মাধ্যমে উপস্থাপন করে। প্রত্যেকে সাজিয়ে তোলে নিজ নিজ স্বপ্নের স্টল। মেলার অংশগ্রহণকারীরা একে একে সব স্টল ঘুরে দেখে এবং স্বপ্ন নিয়ে একে অপরের সঙ্গে মতবিনিময় করে। মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী বলেন, “এই মেলার মাধ্যমে কিশোরীরা তাদের স্বপ্ন আরও গভীরভাবে অনুধাবন করতে পারবে এবং বাস্তবায়নের পথ খুঁজে পাবে। তাদের হাতে তৈরি হস্তশিল্প দেখে বোঝা যায়, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে তারা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারবে।” অনুষ্ঠানটি কিশোরীদের স্বপ্নকে এগিয়ে নিতে একটি অনুপ্রেরণাদায়ী পদক্ষেপ হিসেবে প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের মাঝে।