স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জে শিক্ষার্থীরা মোমবাতি জ¦ালিয়ে শহীদের স্মরণ ও প্রতিবাদী গান প্রদর্শন করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের আরডি হলের সামনে শিক্ষক ও শিক্ষার্থীরা মোমবাতি জ¦ালিয়ে কেটা বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণ প্রতিবাদী সঙ্গীত পরিবেশ করে। পরে তারা শহরের প্রধান সড়কে মিছিল নিয়ে বৃন্দাবন সরকারি কলেজে শেষ হয়।
কলেজে আসার পর থেকে আরো শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেণ। এ সময় পুলিশ তাদেরকে বাধা প্রদান করে। ঘন্টাব্যাপী সড়কে অবস্থান চলাকালে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে পথচারীরা পড়েন দুর্ভোগে। এদিকে আইন শৃংখলা বাহিনীর সদস্যরাও ছিল সতর্ক অবস্থানে।
একইদিন শহরব্যাপি মহড়া প্রদর্শন করে আইন-শৃংখলা বাহিনীও। এর আগে দুপুর ১২টা থেকে ছাত্ররা দল বেঁধে টাউন হলের সামনে জড়ো হতে থাকেন এবং ঘণ্টাখানেক সেখানে অবস্থান করে সরকারবিরোধী নানা শ্লোগান দেন।
বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলাকালে হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার পয়েন্ট, বেবীস্ট্যান্ড, ঘাটিয়া বাজার ও কালিবাড়ি ক্রস রোড এলাকায় যানজট লেগে থাকে।
‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘সকল লাশের হিসেব করো, বাংলাদেশ স্বাধীন করো’, ‘আমার ভাই মরল কেন? বিচার চাই, বিচার চাই’ ¯েøাগান লেখা প্লেকার্ড হাতে শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নেন। শিক্ষার্থীদের কেউ কেউ হাতে জাতীয় পতাকা ও মুখে লাল কাপড় বেঁধে আন্দোলনে এসেছে।
শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলাকালে তাদের আশপাশে আইন-শৃংখলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। সরকারি গোয়েন্দা সংস্থার সদস্যরা আন্দোলনকারীদের আশপাশে অবস্থান করছিলেন।
বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা বৃন্দাবন সরকারি কলেজের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ করেন। পরে সীমান্তরক্ষী বাহিনী, র্যাব ও পুলিশ সদস্যদের হবিগঞ্জ শহরেব্যাপী মহড়া দিতে দেখা গেছে।
হবিগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) আক্তার হোসেন জানান, এ পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত আছে। এ কারণে জেলা পুলিশের সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে।