রবিবার, ২৫ মে ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি চুনারুঘাটের কালেঙ্গা টিলার মাটি পাচার তারুণ্যের জনসভা সফল করতে হবিগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবিগঞ্জে সামাজিক-রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধি করণীয় শীর্ষক মতবিনিময় সভা পুকড়ায় এখনও বহাল তবিয়তে আওয়ামীলীগ সভাপতি নানু মিয়া মাধবপুর ফতেহগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক ইেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কৃষি, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য’ বিষয়ক প্রথম বার্ষিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ অনন্তপুরে ছিচকে চোর আটক বিয়ে স্থায়ী হয়নি ॥ ক্ষোভে ঘটককে হত্যা করলো যুবক

গ্রিসে বাংলা বর্ষবরণ উৎসবে বাঙালি সাজে বিদেশিরা

  • আপডেট টাইম বুধবার, ১ মে, ২০২৪
  • ১০৮ বা পড়া হয়েছে

মতিউর রহমান মুন্না, গ্রিস থেকে ॥ গ্রিসের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে গত শনিবার চলছিল বাংলা বর্ষবরণ ১৪৩১ উদযাপন উৎসব। সকাল থেকেই অনুষ্ঠানে জড়ো হন কয়েক শতাধিক প্রবাসী বাংলাদেশি। এ সময় অনুষ্ঠানে বাংলাদেশি বন্ধুদের সঙ্গে হাজির হন গ্রিকসহ বিভিন্ন দেশের নাগরিকরা। বিদেশি নারী-পুরুষ ও কিশোর কিশোরী বেশ কয়েকজন উপস্থিত ছিলেন উৎসবে। এ সময় দেখা যায় বাঙালি সাজে উৎসবে শামিল হন দুই গ্রিক নাগরিক। পরনে পাঞ্জাবি ও দু‘হাতে মেহেদি। বৈশাখী উৎসবে তারা হয়ে যান বাঙালির সঙ্গে একাকার। এ প্রতিবেদকের সঙ্গে পরিচয়ের সঙ্গে সঙ্গে এক তরুন বাংলা ভাষায় বলেন- ‘কেমন আছেন ভাই, শুভ নববর্ষ। ওই দুই গ্রিক তরুন জানান, তাদের বাংলাদেশি বন্ধু মহিমার আমন্ত্রণে তারা পাঞ্জাবি ও হাতে মেহেদি দিয়ে বাঙালির সাজে এসেছেন। বাঙালির নববর্ষকে রঙিন করে তুলতে তারা বৈশাখী সাজে সেজেছেন বলে জানান। তারা বলেন- বাংলাদেশি খাবার ও বাংলাদেশি সংস্কৃতি তাদের খুব ভালো লাগে। তাই তারা বৈশাখি উৎসেব গিয়েছেন। উৎসবে বাংলা গান ও নৃত্য এবং বাংলা সংস্কৃতি উপভোগ করছেন। প্রথমবার পাঞ্জাবি পরে খুব ভালো লেগেছে। পাঞ্জাবি খুবই আরামদায়ক বলেও অনুভতি প্রকাশ করেন তরুনরা। স্মৃতির ফ্রেমে বাঙালির উৎসবকে ধরে রাখতে উৎসবে ফটোসেশন করেন বিদেশিরা। উল্লেখ্য, গত শনিবার এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে দূতাবাস প্রাঙ্গনে মঙ্গল শোভা যাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাংলাদেশি খাবার উৎসবের সাথে দিনব্যাপী বৈশাখী মেলা উদযাপন করা হয়। এতে বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুরা লোকজ ও বৈশাখী পোষাকে সজ্জিত ছিলেন। মেলায় আগমনকারীরা বিভিন্ন স্টলে বাংলাদেশি পণ্য দর্শন এবং বাংলাদেশি খাবারও আস্বাদন করেন। বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি, গ্রামীণ বাংলার বৈশাখী আবহে স্টলসহ দূতাবাস প্রাঙ্গণ হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com