সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি ও দুই এসিল্যান্ড’র কারাদণ্ড পইল উত্তরপাড়া এলাকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার আদালতে জাল মৃত্যু সনদ দাখিল করায় ১৪ জনকে কারাগারে প্রেরণ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের সঙ্গে শালিস কমিটির বৈঠক জামানতের টাকা প্রদানের সিদ্ধান্ত দেশে উন্নয়ন ও অগ্রতির জন্য ট্রাক মার্কা কোন বিকল্প নেই-চৌধুরী আশরাফুল বারী নোমান নবীগঞ্জে গভীর রাতে ঘরে ঘুমন্ত যুবককে বের করে জমিনে নিয়ে হত্যার চেষ্টার অভিযোগ বানিয়াচংয়ে বিবিসির একপেশে সংবাদ প্রকাশের অভিযোগে ছাত্র জনতার মানববন্ধন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে টমটম উদ্ধার ॥ ৩ চোর আটক মাধবপুর সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক যৌথ বাহিনীর অভিযানে পাসপোর্ট অফিসের সামন থেকে দালাল আটক

হবিগঞ্জ বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্র ইনক এর ঐতিহাসিক শিক্ষা সফর সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশনের ঐতিহাসিক শিক্ষা সফর। একই দিনে বিশ্ববিখ্যাত দু’টি বিশ্ববিদ্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হয় শিক্ষা সফর। উল্লেখ্য যে কানেকটিকাট অংগরাজ্যে অবস্থিত “ণধষব টহরাবৎংরঃু” এবং রোড আইল্যান্ডে অবস্থিত “ইৎড়হি টহরাবৎংরঃু” বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়। এখানে প্রতিদিন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শনার্থী আসে। হবিগঞ্জ বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্র ইনক এর সভাপতি আবু সাঈদ চৌধুরী কুটি এবং সাধারণ সম্পাদক এম আহমেদ ফয়সলের সুযোগ্য নেতৃত্বে একটি সফল শিক্ষা সফরের সমাপ্তি হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও বিপুল সংখ্যক বৃন্দাবন কলেজের সাবেক শিক্ষার্থী তাদের পরিবার পরিজন নিয়ে শিক্ষা সফরে অংশগ্রহণ করেন। শিক্ষা সফরে আগত অতিথিবৃন্দকে স্বাগত জানান আহবায়ক দেওয়ান মুতাচ্ছির মনজু, সদস্য সচিব আবুল কালাম আজাদ টিপু। সম্মানিত সদস্য সুকান্ত দাস হরে ও সোহাগ আফসার এর আতিথেয়তা ছিল মনোমুগ্ধকর। দিনব্যাপি এই আয়োজনে অনেক মুখরোচক খাবারের আয়োজন ছিল। বাসের মধ্যে গান, কবিতা, কৌতুক ও স্মৃতিচারণ অনেক হাস্যরসের জন্ম দেয়। হবিগঞ্জ বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্র ইনক এর সাবেক সভাপতি ইব্রাহিম খলিল বারো ভুইয়া রিজু অনেক স্মৃতিচারণ ও দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। আরও বক্তব্য রাখেন সভাপতি মন্ডলীর সদস্য শাহ মোঃ সাদেক, মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, সাবেক সাধারণ সম্পাদক জায়েদুল মোহিত খান, হবিগঞ্জ সোসাইটির সভাপতি শামছুল আলম শামীম, প্রফেসর আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান, আবুল কালাম, মাসুম আবেদীন প্রমুখ। এলামনাইর অন্যতম সদস্য মিয়া মোঃ আসকির গান, কৌতুক এবং স্বরচিত কবিতা আবৃত্তি করে শুনান। নবীন ও প্রবীণদের নিয়ে এ যেন ছিল এক মিনি বৃন্দাবন। এই সফরে আরও অংশ নেন আশিকুজ্জামান লিটন, শিশির বণিক, সাবেক ফুটবলার ফরিদ আহমেদ, নাদিয়া তরফদার লুনা, আসুপ্তা খানম রাকি, বিষ্ণু দে, সৈয়দ আসাদ, রবিউল আলম দোলক, অ্যাডভোকেট রহিম শেখ, শামীম চৌধুরী, মোঃ সজীব, সুলতানা প্রমুখ। উল্লেখ্য, এই শিক্ষা সফরে এ প্রজন্মের অনেক শিক্ষার্থী অংশ নেন। সবশেষে একটি র‌্যাফেল ড্র’র আয়োজন করা হয় (অঢ়ঢ়ষব ডধঃপয ধহফ অরৎ চড়ফ) সৌজন্যে মোশাররফ চৌধুরী ও সৈয়দ যোবায়ের আহমেদ”।
বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয় “এটর্নী মঈন চৌধুরী (প্রবাস বন্ধু) এবং আহমেদ কবির পুলক বারোভুইয়া (ঈঊঙ ঞইঘ ২৪)। সবশেষে সভাপতি উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি সফল শিক্ষা সফরের সমাপ্তি ঘোষণা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com