শনিবার, ১৭ মে ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল লিফট ও এসি বিকল ॥ চরম দূর্ভোগ শহরের ইনাতাবাদে জনতার হাতে ৩ মাদক ব্যবসায়ী আটক হবিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীদের উপর হামলার ঘটনায় আরও ১ জন গ্রেফতার ইন্টারনেট অপব্যবহার থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে বাহুবলে শিক্ষার্থীদের শপথ মাধবপুরের ইউপি চেয়ারম্যান মাসুদ খানকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ মালয়েশিয়ায় হবিগঞ্জের যুবকের মৃত্যু ॥ সুখের মুখ দেখার শুরুতেই না ফেরার দেশে মহিবুর হবিগঞ্জ পৌর এলাকার ৩ ওয়ার্ডে লোডশেডিং ॥ জনদূর্ভোগ চরমে শ্মশানঘাটের পশ্চিমে বাইপাস পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ কারাগার থেকে থানায় নিয়ে যাওয়া রিমান্ডের আসামি অসুস্থ নবীগঞ্জে টাকা ছিনতাইকালে জনতার হাতে ২ যুবক আটক ॥ পুলিশে হস্তান্তর করেননি সাবেক কাউন্সিলার!

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে আন্তর্জাতিক মানের শিক্ষা জরুরি-ড. তৌফিক রহমান চৌধুরী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী ড. তৌফিক রহমান চৌধুরী বলেছেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে আন্তর্জাতিক মানের শিক্ষা জরুরি। স্বাধীনতা পরবর্তী আমাদের অনেক অর্জন থাকলেও শিক্ষা ব্যবস্থাকে আমরা আন্তর্জাতিক মানের পর্যায়ে নিতে না পারলে এসম অর্জন অর্থবহ হবে না। মেট্রোপলিটন ইউনিভার্সিটি গত দু’ দশকে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় সম্ভাবনার নতুন দোয়ার খুলে দিয়েছে। গতকাল ২৪ জুলাই সোমবার বিকেলে মেট্রোপলিটন ইউনিভার্সিটির বটেশ্বরস্ত স্থায়ী ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে প্রসপেক্টাস এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন।
এসময় বোর্ড অব স্ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরী বলেন, সিলেটের উচ্চ শিক্ষার অন্যতম একটি সংকট হচ্ছে উচ্চ শিক্ষা গ্রহন প্রক্কালে বিদেশমূখীতা। উন্নত দেশে উন্নত শিক্ষা আমরা অবশ্যই গ্রহন করবো। কিন্তু উচ্চ শিক্ষা গ্রহনে বিদেশ গমনের নামে মানব, মেধা ও অর্থ পাচার যেন না হয় সে ব্যাপারে নজর দিতে হবে। মেট্রোপলিটন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটরা তাদের অর্জিত জ্ঞান ও মেধা প্রয়োগ করে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এটা আমাদের জন্য গর্বের।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, নতুন প্রসপেক্টাসে আমাদের এলামনাই ও তাদের পেশা ও জ্ঞানগত কৃতিত্বকে তুলে ধরতে চেষ্ঠা করেছি। আমাদের এলামনাইগণ হচ্ছেন আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিক্স এর ডিন প্রফেসর ড. তাহের বিল্লাল খলিফা, পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমেদ, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও পরিচালক ছাত্র কল্যান উপদেশ ও নির্দেশনা প্রফেসর চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, অর্থনীতি বিভাগের প্রধান ও প্রক্টর প্রফেসর ড. মোঃ জামাল উদ্দিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মাহফুজুল হাসান, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মাসুদ রানা, রেজিস্ট্রার তারেক ইসলান, ডেপুটি রেজিস্ট্রার মিহির কান্তি চৌধুরী, পরিচালক (অর্থ) মো. ইনামুল হক, ডেপুটি লাইব্রেরিয়ান মাশরুফ আহমেদ চৌধুরীসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com