সোমবার, ১৯ মে ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ৩ দিনে ৩ কোটি টাকার মালামাল আটক মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেনা-পুলিশের টহলে পালিয়েছে দালাল চক্র শহরে নিউ লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার সিলগালা ॥ দুইজনের কারাদণ্ড সাবেক এমপি ব্যারিস্টার সুমনের এপিএস পরিচয়দানকারী নিজামকে পুলিশে দিয়েছে জনতা ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হিয়ালার মাওলানা আহমদ আব্দুল্লাহ’র জানাযা সম্পন্ন হবিগঞ্জ পৌর আ.লীগ নেতা জালাল উদ্দিন জুয়েল গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে পলাতক আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর এসেছে ৭৫০ নতুন টিসিবি স্মার্ট কার্ড

গ্লোবাল টিভি পূর্ণাঙ্গ সম্প্রচার উপলক্ষে হবিগঞ্জে আনন্দ র‌্যালী

  • আপডেট টাইম শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘বিশ্বময় প্রতিদিন‘ স্লোগান নিয়ে বেসরকারী স্যাটেলাইট চ্যানেল গ্লোবাল টেলিভিশনের আনুষ্ঠানিক সম্প্রচার উপলক্ষে হবিগঞ্জে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ জুন বৃহস্পতিবার বিকাল ৪টায় এ উপলক্ষে হবিগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ১ম যুগ্ম সম্পাদক, জেলা যুবলীগ সভাপতি ও পৌর মেয়র আতাউর রহমান সেলিম। আলোচনা সভায় প্রধান অতিথি মেয়র আতাউর রহমান সেলিম বলেন, গণমাধ্যম ছাড়া বর্তমান পৃথিবীর কথা কল্পনা করা যায় না। প্রযুক্তির ছোঁয়ায় গণমাধ্যমের বিকাশ ত্বরান্বিত হচ্ছে প্রতিদিন। এমন সময় বসে থাকার কোনো সুযোগ নেই। গণমাধ্যমের বিকাশ ঘটলেই কেবল বিশ্বকে মোকাবেলা করা সম্ভব। তিনি গ্লোবাল টিভির সাফল্য কামনা করেন। জিটিভির জেলা প্রতিনিধি ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুর উদ্দিনের পরিচালানায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি ও হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী।
গ্লোবাল টিভির হবিগঞ্জ প্রতিনিধি এম এ আজিজ সেলিমের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক তাহমিনা বেগম গিনি, ডিবিসি নিউজের হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক হবিগঞ্জের এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সময় টিভির জেলা প্রতিনিধি, দৈনিক আয়নার সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, দৈনিক প্রতিদিনের বাণী সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, দৈনিক খোয়াই’র সম্পাদক শামীম আহছান, আরটিভির জেলা প্রতিনিধি ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সায়েদুজ্জামান জাহির, একুশে টিভি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও এটিএন বাংলা-এটিএন নিউজের জেলা প্রতিনিধি আব্দুল হালীম, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, ঢাকা টাইমস এর জেলা প্রতিনিধি, হবিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক পাবেল খান চৌধুরী, বিজয়ের প্রতিধ্বনির সম্পাদক আনিছুজ্জামান চৌধুরী রতন, যমুনা টেলিশিনের স্টাফ রিপোর্টার প্রদীপ দাশ সাগর, প্রেসক্লাবের সদস্য সময়ের সত্যের সংবাদের সম্পাদক নায়েব হোসাইন, বাদল রায়, প্রেসক্লাবের সহযোগি সদস্য তবারক আলী লস্কর, হবিগঞ্জ প্রেসক্লাবের সহযোগী সদস্য ও দি সাউথ এশিয়ান টাইমস প্রতিনিধি এমএ আর শায়েল, দি মর্নিং গ্লোরীর হবিগঞ্জ প্রতিনিধি জুয়েল চৌধুরী, প্রেসক্লাব সদস্য ও দৈনিক নয়া শতাব্দির জেলা প্রতিনিধি সাইফুর রহমান তারেক, হবিগঞ্জের বাণীর বার্তা সম্পাদক এম সজলু, বিজয় টিভির জেলা প্রতিনিধি ইলিয়াস আলী মাসুক, মাই টিভির জেলা প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ, দৈনিক আজকের সংবাদের জেলা প্রতিনিধি সৈয়দ মশিউর রহমান, আনন্দ টিভির জেলা প্রতিনিধি শেখ বেলাল, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মোঃ শাহ আলম, বাংলাদেশ বুলেটিনের জেলা প্রতিনিধি জাহেদ আলী মামুন, বিজয়ের প্রতিধ্বনির বার্তা সম্পাদক আফতাবুর রহমান সেলিম, দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার ইফতেখার লোদী সানী, রাহিম আহমেদসহ প্রিণ্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত সকলে গ্লোবাল টেলিভিশনের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠান শেষে কেক কেটে শহরে এক আনন্দ র‌্যালী বের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com