শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

উৎসবমুখর পরিবেশে বানিয়াচঙ্গের গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদ নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বিপুল উৎসাহ-উদ্দিপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদ এর ত্রি-বার্ষিক নির্বাচন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে সিনিয়র সহ-সভাপতি পদে ৩৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুর রহমান মিয়া (মোটর সাইকেল) ও ২৮৩ ভোট পেয়ে জুনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সাবাজুর রহমান (হরিণ)। নিকটতম প্রতিদ্বন্দ্বিগণ হলেন মোঃ বাবুল মিয়া (আনারস) ২৪১ ও আব্দুল হান্নান আরজু (ঘোড়া) ২০১। ২৯৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাবেক সাধারণ সম্পাদক মোঃ মস্তুফা মিয়া। নিকটতম প্রতিদ্বন্দ্বি হলেন শেখ আবদাল হোসেন (চশমা) ১৯৬, মাওলানা ফারুক আহমদ (তালা) ৯৮ ও শামীম হাসান ১৩ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোঃ মতিউর রহমান মতি (হাঁস) ৪১৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি হলেন শহিদুল ইসলাম (মই) ১৯৬ ভোট। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন দিদারুল আলম বাবলু (গোলাপ ফুল) ২৭৬। নিকটতম প্রতিদ্বন্দ্বিগণ হলেন, মাওলানা মোবাশ্বির আহমদ (চাকা) ১৯৭ ও মস্তুফা মিয়া (কলস) ১৪১ ভোট। প্রচার ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মোসাহিদ মিয়া (টিয়া পাখি) ৩৬০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি হলেন আজিজুর রহমান খেলু ( ফুটবল) ২৫৪ ভোট। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, মোঃ মাহির মিয়া (মোরগ) ৩৫১, হাফেজ আব্দুল মুকিত (আম) ২৭১ ও মোঃ রবিউল আলম (বাইসাইকেল) ২৩৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বিগণ হলেন, আলহাজ্ব ইমরান আহমদ (মোমবাতি) ২২৩, রনজিত দত্ত (হাতি) ১৯৪, শুলীন আলী খান ( রিক্সা) ১৯১, কামরুজ্জামান মিয়া ( মাছ) ১৪১, মোঃ সেতু মিয়া ( টিউবওয়েল) ৬২, মোঃ সিরাজুল ইসলাম (হারিকেন) ৫৪ ও মহসিন মিয়া (ঘুড়ি) ৩৫ ভোট। ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিগত কমিটির সভাপতি আলহাজ্ব রেজাউল মোহিত খান। নির্বাচন পরিদর্শন করেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান ও সাবেক আহবায়ক মুজিবুল হোসেন মারুফ। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিপুল ভূষণ রায়। নির্বাচন কমিশনারগণ হচ্ছেন, মুফতি আহমদ আলী, অ্যাডভোকেট কান্তি চ্যাটার্জি সজল, ডা. আব্দুল জালাল ও নারায়ণ কর। ৬২৪ ভোটারের মধ্যে ৬২২ ভোট কাস্ট হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com