সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন

বানিয়াচঙ্গে লাল সবুজে টিফিনের টাকায় বিনামূল্যে চারা বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০৬ বা পড়া হয়েছে

প্রেস বিজজ্ঞপ্তি ॥ সবুজ বাংলা গড়ার প্রত্যয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে টিফিনের টাকায় এক লাখ চারা বিতরণের লক্ষ্যে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বানিয়াচং থানা চত্তরে শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণ করে কর্মসূচি উদ্বোধন করেন হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ (বিপিএম, পিপিএম)। কর্মসূচিতে দ্বিতীয় পর্বে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করেন বানিয়াচং সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরান হোসেন, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, দৈনিক সমকাল বানিয়াচং প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন।
অনুষ্ঠানটি বাস্তবায়নে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি নাঈম উদ্দিন প্রিয়, অর্থ সম্পাদক জয় দেবনাথ, শিক্ষা বিষয়ক সম্পাদক মুক্তা আক্তার অনি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার ববি, সাংস্কৃতিক সম্পাদক হ্যাপী আক্তার, ধর্ম সম্পাদক রায়হান, সদস্য রোমান প্রমুখ। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল এর আগে গত ৫ জুলাই থেকে ৩৬টি জেলায় ভ্রাম্যমাণ ৭৩ হাজার ৮০০ গাছের চারা বিতরণ করেছে। লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যদের জমানো টাকায় কেনা গাছের চারা গ্রামের বিভিন্ন বাড়ি ও রাস্তায় পথচারীদের উপহার দেওয়া হচ্ছে। প্রতিবছরের মত এবছরও ১ লাখ চারা বিতরণ করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com