শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ৩৩ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার জীবনের শেষ দিন পর্যন্ত জনগনের সেবা করতে চাই- সৈয়দ ফয়সল হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার ফাজিল (বিএ) অনার্স ৩য় ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হেক্সাস হবিগঞ্জের উদ্যোগে দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর লতিফ গ্রেফতার শহরে পণ্যে ওজন কম দেয়ার অভিযোগ ॥ জরিমানা-সতর্ক মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকারের মৃত্যুবার্ষিকী পালিত কোর্ট স্টেশন থেকে গরু চোর জুয়েল গ্রেফতার বাহুবলে ধান বোঝাই পিকঅ্যাপ গাড়ি চাপায় পথচারী নারী নিহত

বানিয়াচঙ্গে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে পুলিশ সুপার ॥ অসহায় হতদরিদ্র মানুষের মুখের হাসি দেখলে তৃপ্তি পাই

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ মে, ২০১৯
  • ৯০৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বলেছেন-বর্তমান পুলিশ আর অতীতের পুলিশের মধ্যে অনেক পার্থক্য। বর্তমান পুলিশ ইচ্ছা করলেই যেনতেনভাবে তার দায়িত্ব পালন করতে পারবে না। প্রতিটি কাজে তাকে জবাবদিহিতার মধ্যে থাকতে হয়। পুলিশ জনগণের শাসক নয়, সেবক হিসেবে কাজ করছে। সমাজের সকল শ্রেণীর মানুষ যেন তার আইনগত সুবিধা পায়, এ লক্ষ্যে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সমাজের অসহায় হতদরিদ্র শ্রেণীর লোকজন যে কোন আইনগত সহযোগিতার জন্য থানায় আসলে তারা যেন বিমূখ হয়ে ফিরে না যায়, সে বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, অসহায় হতদরিদ্র মানুষের মুখের হাসি দেখলে আমি তৃপ্তি পাই। সমাজের বিত্তবানরা যদি তাদের প্রতি একটু সদয় হন, তাহলে এসকল মানুষজন কিছুটা হলেও পরিবার পরিজনদের নিয়ে ঈদের আনন্দটুকু উপভোগ করতে পারবে। আসুন আমরা এদের প্রতি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেই।
গতকাল বানিয়াচং থানা প্রশাসন আয়োজিত অসহায় হতদরিদ্র মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ উল্যা উপরোক্ত কথাগুলো বলেন। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ মোবারক, ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাস, এসআই হুমায়ুন কবির, আমিনুল হক, আব্দুল ছালাম, সালাউদ্দিন, প্রেসক্লাব সেক্রেটারী তোফায়েল রেজা সোহেল, চ্যানেল এস ও হবিগঞ্জ জনতা এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া, সাংবাদিক আতাউর রহমান মিলন প্রমুখ।
উল্লেখ্য, বানিয়াচং থানা পুলিশের পক্ষ থেকে প্রায় শতাধিক অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com