বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বেতন স্কেল নির্ধারণের দাবিতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ॥ ২২ ডিসেম্বরের মধ্যে দাবী না মানলে ২৩ ডিসেম্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা

  • আপডেট টাইম শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭
  • ৪৪৯ বা পড়া হয়েছে
SAMSUNG CSC

স্টাফ রিপোর্টার ॥ প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের একধাপ নিচে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণের একদফা দাবি জানিয়েছেন প্রাথমিক সহকারী শিক্ষকরা। গতকাল শুক্রবার দুপুর ১২টায় এ লক্ষ্যে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের পক্ষে হবিগঞ্জ জেলা কমিটি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক নিয়াজ মোছাব্বির। এছড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের হবিগঞ্জ জেলা সভাপতি মোঃ আব্দুল গফফার চৌধুরীসহ প্রাথমিক সহকারী শিক্ষক নেতৃবৃন্দ। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘সারা বাংলাদেশে আমরা সাড়ে ৩ লাখ প্রাথমিক সহকারী শিক্ষক রয়েছি। ২০১৫ সালে শতভাগ বেতন বৃদ্ধি করা হলেও আমরা সহকারী শিক্ষকরা আজ চরম বৈষম্যের শিক্ষকার হয়েছি। ২০১৪ সালে প্রধানমন্ত্রীর ঘোষণায় প্রধান শিক্ষকদের পদ দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মাঝে বেতনের পার্থক্য তিন ধাপ নিচে নেমে যায়। অথচ ২০০৬ সালে যা ছিলো একধাপ নিচে। আর বর্তমানে প্রস্তাবিত প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তাবায়ন হলে এ বৈষম্য হবে চার ধাপ নিচে। আমরা এ বৈষম্য নিরসনে ২০১৪ সাল থেকে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে আসছি। কিন্তু এতে কোনো কাজেই আসছে না। তাই আগামী ২২ ডিসেম্বরের মধ্যে দাবি মেনে না নিলে ২৩ ডিসেম্বর কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলার শতাধিক সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com