বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ পৌর, বাহুবল উপজেলা ও বৃন্দাবন কলেজ ছাত্রলীগের সম্মেলন আজ

  • আপডেট টাইম বুধবার, ২০ এপ্রিল, ২০১৬
  • ৫৪৭ বা পড়া হয়েছে

এম কাউছার আহমেদ ॥ দীর্ঘদিন পর আজ এক যোগে অনুষ্ঠিত হচ্ছে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের ৩টি ইউনিটের সম্মেলন। ইউনিটগুলো হচ্ছে- হবিগঞ্জ পৌর, বাহুবল উপজেলা ও হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজ শাখা।
হবিগঞ্জ বৃন্দাবন সরকারী সংলগ্ন জেলা পরিষদ অডিটরিয়ামে আজ বেলা ২ টায় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন করবেন জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ মোঃ ইশতিয়াক রাজ চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে হবিগঞ্জ-লাখাই থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। বিশেষ হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ।
সম্মেলনকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যতা সৃষ্টি হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদসহ সকল পদেই রয়েছেন একাধিক প্রার্থী। এমতাবস্তায় নিজের পদটি ভাগিয়ে নিতে চলছে জোর লবিং আর তদবির। তবে শেষ পর্যন্ত কারা আসছেন এই ৩টি ইউনিটের গুরুত্বপূর্ণ দায়িত্বে এমনটাই দেখা অপেক্ষায় রয়েছেন সাধারণ কর্মীরা।
এ সম্পর্কে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সৃষ্টিলগ্ন থেকেই মেধার ভিত্তিতে গঠিত ও পরিচালিত। প্রত্যেক বস্তুই তার মূলের দিকে ধাবিত। তাই যারা নেতৃত্বে আসনে তাদের এমন সকল দিক বিবেচনা করেই আনা হবে।
হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ বলেন, ছাত্রলীগ একটি আদর্শ সংগঠন। এখানে যারা ছাত্র তারাই ছাত্র রাজনীতি করবে। ছাত্রলীগে কোন উশৃংখল ও বা যাদের ছাত্রত্ব নেই তাদের প্রবেশাধিকার নেই। তিনি বলেন, পরীক্ষিত কর্মীদের অবশ্যই মূল্যায়ণ করা হবে এবং যোগ্যতা ও দক্ষতার বৃদ্ধিতেই ছাত্র নেতা নির্বাচন করা হয়।
জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। দেশের সকল গণন্ত্রান্তিক আন্দোলনে ছাত্রলীগ রক্ত দিয়েছে, রক্ষা করেছে দেশ ও দেশের মাটিকে। তাই এ সংগঠনের নেতৃত্বে যারা আসবেন তাদেরও সেই মনমানসিকতা থাকবে হবে।
সূত্র মতে, হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি পদে রয়েছেন ফয়জুর রহমান রবিন, জুবায়ের আহমেদ পারভেজ, মুর্শেদ আলী মিশন, হবিগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীট বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি পদে রয়েছেন কিবরিয়া রহমান, আজিজুর রহমান আজিজ, মামুনুর রহমান, সাধারণ সম্পাদক পদে রয়েছেন জসিম উদ্দিন ফরিদ, এস এম জুনু।
সূত্রে জানিয়েছে, প্রথম ধাপে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। দ্বিতীয় ধাপে সমঝোতার মাধ্যমে ৩টি কমিটি গঠনের চেষ্ঠা করা হবে। এতে ব্যর্থ হলে জেলা আওয়ামীলীগের সভাপতির নির্দেশে ৩টি কমিটি গঠন করা হবে।
এদিকে দীর্ঘ একযুগেরও বেশি সময় পর বাহুবল উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে আশার আলো সঞ্চার হয়েছে। তবে নেতৃত্ব নিয়ে রয়েছে গ্র“পিং লবিং।
উল্লেখ্য, ২০০৩ সালে বাহুবল উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০১১ সালে হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয় আর ২০১২ সালে করা হয় হবিগঞ্জ পৌর ছাত্রলীগের কমিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com