স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মনতৈল গ্রামে বসতঘরে টমটম চার্জ দিতে গিয়ে হিরাজুল ইসলাম (২৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের ইছাক মিয়ার পুত্র। গতকাল শনিবার বিকালে হিরাজুল টমটম চালিয়ে এসে বাড়িতে টমটম চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে।