সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচংয়ে পূবালী ব্যাংক’র ইসলামী কর্নার উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৩৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ পূবালী ব্যাংক বানিয়াচং শাখায় ইসলামী কর্নারের উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় গ্রাহকরা শরিয়াহ ভিত্তিক ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।
গতকাল সোমবার (১৯ মে) সকাল সাড়ে ১১ ঘটিকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- পূবালী ব্যাংক সিলেট অঞ্চলের প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৈাধুরী মোঃ শফিউল হাসান। পূবালী ব্যাংক বানিয়াচং শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ নোমান মিয়ার সভাপতিত্বে ও ডেপুটি জুনিয়র অফিসার মোঃ মিলাদ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ মুশফিকুর রহমান, হবিগঞ্জের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান আবু হাসান মোঃ কামরুজ্জামান, হবিগঞ্জের শাখা প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক বাবুল চন্দ্র দাস, বড়বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান, মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, শায়েখ মাওলানা আব্দুল ওয়াদুদ, মুফতি মাওলানা নাসির উদ্দিন সৌরভ, ব্যবসায়ী মতিউর রহমান, সামছুর রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী মোঃ শফিউল হাসান বলেন, গ্রাহকদের ইসলামী মূল্যবোধ ও নীতি মেনে ব্যাংকিং সেবা দেওয়ার জন্য পূবালী ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দেশে ইসলামী ব্যাংকিং সেবার চাহিদা ক্রমবর্ধমান, এবং সেই চাহিদা পূরণের লক্ষ্যে পূবালী ব্যাংক দেশের সকল শাখায় ইসলামী ব্যাংকিং কর্নার স্থাপন করেছে। তিনি আরও উল্লেখ করেন, এই কর্নারের মাধ্যমে গ্রাহকরা আধুনিক প্রযুক্তি ও নিরাপদ ব্যাংকিংয়ের সুবিধা নিয়ে ইসলামী নীতিমালা অনুযায়ী তাদের লেনদেন পরিচালনা করতে পারবেন। আমরা আশা করি, দেশের প্রতিটি অঞ্চলে এই সেবা পৌঁছে দিয়ে পূবালী ব্যাংক ইসলামী ব্যাংকিংয়ে একটি মানদন্ড স্থাপন করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক, ব্যবসায়ী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা পূবালী ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন যে, এই সেবা এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিশেষে প্রধান অতিথি ফিতা কেটে ইসলামী কর্নারের শুভ উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com