সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি ও দুই এসিল্যান্ড’র কারাদণ্ড পইল উত্তরপাড়া এলাকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার আদালতে জাল মৃত্যু সনদ দাখিল করায় ১৪ জনকে কারাগারে প্রেরণ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের সঙ্গে শালিস কমিটির বৈঠক জামানতের টাকা প্রদানের সিদ্ধান্ত দেশে উন্নয়ন ও অগ্রতির জন্য ট্রাক মার্কা কোন বিকল্প নেই-চৌধুরী আশরাফুল বারী নোমান নবীগঞ্জে গভীর রাতে ঘরে ঘুমন্ত যুবককে বের করে জমিনে নিয়ে হত্যার চেষ্টার অভিযোগ বানিয়াচংয়ে বিবিসির একপেশে সংবাদ প্রকাশের অভিযোগে ছাত্র জনতার মানববন্ধন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে টমটম উদ্ধার ॥ ৩ চোর আটক মাধবপুর সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক যৌথ বাহিনীর অভিযানে পাসপোর্ট অফিসের সামন থেকে দালাল আটক

অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত না হলে দেশে সুষম উন্নয়ন সম্ভব না

  • আপডেট টাইম সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সফিউল আলম বলেছেন, তথ্য জানা জনগণের অধিকার। তথ্য অধিকার আইনে এ অধিকার নিশ্চিত হয়েছে। অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত না হলে দেশে সুষম উন্নয়ন সম্ভব না। তাই তথ্য অধিকার আইন সম্পর্কেও জনসাধারণকে জানতে হবে এবং সচেতন করতে হবে। তিনি বলেন- ভূল তথ্যের ভিত্তিতে একটি সংবাদ প্রকাশিত হলে মানুষ বিভ্রান্ত হতে পারে। তাই সংবাদ প্রকাশে সাংবাদিকদেরকে আরও সচেতন হতে হবে। পরিহার করতে হবে পক্ষপাত দুষ্ট সাংবাদিকতা। তিনি গতকাল হবিগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, হবিগঞ্জ জেলা স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম ও এমএমসি’র যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯ টায় নীমতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্প্রচার নীতিমালা ও তথ্য জানার অধিকার শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সফিউল আলম।
স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম হবিগঞ্জ জেলা সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুরের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের বিভাগীয় সহ-সভাপতি শাহ ফখরুজ্জামান। সেমিনারে অন্যান্যের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল হাসান রোমন উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আমীর হোসেন, জেলা তথ্য অফিসার মনির হোসেন, দৈনিক খোয়াইর সম্পাদক মোঃ শামীম আহছান, হবিগঞ্জের জনতার এক্সপ্রেস এর সম্পাদক মোঃ ফজলুর রহমান, দৈনিক আয়নার সম্পাদক রাশেদ আহমেদ খান, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি এডভোকেট এম এ মজিদ, এসডিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান সুব্রত দাস বৈষ্ণব, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি এডভোকেট মাসুদ আলী ফরহাদ, স্বদেশ বার্তার নির্বাহী সম্পাদক মজিবুর রহমান, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক শ্রীকান্ত ঘোপ, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবু ছালেহ মোঃ নুরুজ্জামান শওকত, জেলা রিপোর্টারস এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক শাহ মামুন। এছাড়াও সেমিনারে হবিগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, ইউপি সচিব, ইউপি নারী সদস্য ও এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com