মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত মাধবপুরের শহীদ শেখ শামীমের বাড়িতে নবাগত জেলা প্রশাসক

  • আপডেট টাইম শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া শহীদ শেখ শফিকুল ইসলাম শামীম (৫৪) বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নে শিমুল ঘর বাড়িতে গিয়ে নিহতের পরিবার কাছে সমবেদনা জানান। এসময় তিনি শহীদ শামীমের স্ত্রী ও ভাইয়ের সাথে কথা বলেন এবং সবধরনের সরকারি সহায়তা প্রদানেরও আশ্বাস দেন জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.কে.এম. ফয়সাল, ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাংবাদিক জামাল আবু নাসের প্রমুখ।
উল্লেখ্য, গত ২০ জুলাই ঢাকার সাভারে সরকার পতনে ছাত্র জনতার আন্দোলনে সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন শফিকুল ইসলাম শামীম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com