শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

হবিগঞ্জে জনে ১২০ টাকা খরচ করে পুলিশে চাকুরী পেলেন ৮০ তরুণ-তরুণী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘চাকরি নয় সেবা’ এ প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে পুলিশের চাকরি পেলেন ৮০ জন তরুণ-তরুণী। মাত্র ১২০ টাকা খরচ করে স্বপ্নের এ চাকরি পেয়ে আনন্দিত তারা। গত রবিবার রাত ১০টার দিকে জেলা পুলিশ লাইন্স মাঠে প্রাথমিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণার পাশাপাশি তাদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি। এ সময় পুলিশ সুপার এসএম মুরাদ আলি বলেন, এই নিয়োগ প্রক্রিয়ায় বিন্দুমাত্র অনিয়ম ও দুর্নীতি হয়নি। কোনো ধরনের তদবির বাণিজ্য ছাড়াই শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষভাবে শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুরো নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। নিয়োগে ১২০ টাকার বাইরে কারো একটি টাকাও কাউকে দিতে হয়নি। প্রসঙ্গত, গত ২, ৩ ও ৪ মার্চ হবিগঞ্জ পুলিশ লাইন্স মাঠে অনলাইনে নিবন্ধিত ২৮০০ জন প্রার্থীদের নিয়ে যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। তিন ধাপে শারীরিক সমতা যাচাই-বাছাই শেষে গত ৯ মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৯ মার্চ সকালে লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণার পর উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে। মৌখিক পরীক্ষা শেষে ১২ জন নারী ও ৬৮ জন পুরুষসহ মোট ৮০ জন প্রার্থীকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শামসুল হক, মৌলভীবাজার কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, সুনামগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, সাদেকুল ইসলামসহ হবিগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com