বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে জনতার গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত ॥ আটক ১ চুনারুঘাটে ৬ সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা ॥ স্বামী আটক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ মুক্তিযুদ্ধের চেতনা সকল ক্ষেত্রে বাস্তবায়ন করুণ খোশ আমদেদ মাহে রমজান ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ডুবে শায়েস্তাগঞ্জের শিশুর মৃত্যু হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের উদ্যোগে স্মৃতিচারণ ॥ দোয়া ও ইফতার মাহফিল মহান স্বাধীনতা দিবসে নবীগঞ্জ পৌরসভা উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নবীগঞ্জে হত্যা মামলার আসামীসহ ২ জন গ্রেপ্তার নবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চুনারুঘাটে ছাগলকে হত্যার অপরাধে ব্যবসায়ী কারাগারে

নবীগঞ্জের নোয়াগাঁও গ্রামে তান্ডবলীলা পরিদর্শনে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ॥ ধিক্কার ও নিন্দা

  • আপডেট টাইম শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৭৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে সাতাইহাল ৬ মৌজা কর্তৃক অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আওয়ামীলীগ, জাতীয় পার্টি ও কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ। পরিদর্শন শেষে উপস্থিত নেতৃবৃন্দ এ ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানান। শুক্রবার বিকেলে আওয়ামীলীগ, জাতীয় পার্টি ও কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ নোয়াগাঁও গ্রামের হাওড়ে গিয়ে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি পরিদর্শন করেন। অপরদিকে রাতে নোয়াগাঁও গ্রামের লোকজন কতর্”ক হামলায় গুরুতর আহত সাতাইহাল গ্রামের আবুল মিয়া ও জারু বেগমের বাড়িতে গিয়ে তাদের স্বজনদের শান্তনা দেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আব্দুল মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ জেলা কমিউনিস্ট পাটির সাধারণ সম্পাদক পিযুষ চক্রবর্তী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় সদস্য গাজী মোহাম্মদ শাহেদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পানিউমদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজাজুর রহমান, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ শাহ আবুল খয়ের, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক খলিলুর রহমান দুদু, সদস্য সচিব এমরান মিয়া, যুগ্ম আহবায়ক হায়দর আলী, নবীগঞ্জ প্রেসকাবের সাবেক সভাপতি মো. সরওয়ার শিকদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমেদ খান, খয়রুল বশর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুর রহমান সুমন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপু,্ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাজ্জাদুর রহমান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মুহিতুর রহমান রনি, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজু, পানিউমদা ইউনিয়ন যুবলীগের সভাপতি এখলাছ আহমদ খান, সাধারণ সম্পাদক মুহিত মিয়া, দেবপাড়া ইউপি যুবলীগ সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুকুদ, পানিউমদা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি লুৎফুর রহমান, যুবলীগ নেতা শংকর পাল, অনু আহমেদ, শেখ রাসেল শরীফ, মুর্শেদ আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উভয়স্থান পরিদর্শনকালে উপস্থিত নেতৃবৃন্দ এমন নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com