বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল পাস হওয়ায় প্রধানমন্ত্রী ও আবু জাহির এমপি’র জন্য জেলা জুড়ে প্রার্থনা

  • আপডেট টাইম শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদে বাংলাদেশের সপ্তম ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন বিল-২০২০’ পাস হওয়ায় জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা হয়েছে। শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি’র মঙ্গল কামনায় মসজিদগুলোতে মোনাজাত এবং মুসল্লীগণেণের মাঝে তাবারুক বিতরণ হয়।
এছাড়া সুবিধাজনক সময়ে বিভিন্ন মন্দিরে প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। এর আগে গত বৃহস্পতিবার বিলটি পাস হওয়ার পর সংবাদপত্রের বিবৃতিতে সকল ধর্মের মানুষজনকে প্রার্থনার জন্য অনুরোধ জানান জেলা আওয়ামী লীগের সাধারণ অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী।
এদিকে, টাউন হল রোডস্থ বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামাজের পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্য দোয়া কামনা করেন এমপি আবু জাহির। তিনি বলেন, আমি নিউফিল্ডের জনসভায় হবিগঞ্জবাসীর পক্ষ থেকে চারটি দাবি উত্থাপন করলে সেগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। তিনি তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেছেন। এসব দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে হবিগঞ্জে উন্নয়ন-অগ্রগতির নতুন দ্বার উন্মোচিত হল। তাই আসুন সকলে মিলে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু কামনায় মোনাজাত করি। ২০১৪ সালের ১৯ নভেম্বর ছিল হবিগঞ্জবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। এদিনে নিউফিল্ডের জনসভায় এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সভার সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি নিজের প্যাডে হবিগঞ্জে মেডিক্যাল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, বাল্লা স্থলবন্দর আর শায়েস্তাগঞ্জকে উপজেলা বাস্তবায়নের দাবি জানিয়ে এগুলো বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরেন। সেদিন আবু জাহির এমপি ও জনতার ঢলকে নিরাশ করেননি প্রধানমন্ত্রী। দাবি’র পরিপ্রেেিত দিয়ে দেন প্রতিশ্রুতিও। এর কয়েক বছর পরই প্রতিষ্ঠা পায় শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, শায়েস্তগঞ্জ হয় দেশের সর্বশেষ উপজেলা, চলমান বাল্লা স্থলবন্দরের কাজও। অবশেষে হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয়ের আইনের বিল পাশ হওয়ার মধ্য দিয়ে বাস্তবায়ন হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর চার প্রতিশ্রুতি। হবিগঞ্জে হচ্ছে দেশের সপ্তম কৃষি বিশ্ববিদ্যালয় এমন খবরে জেলাজুড়ে আনন্দ-উল্লাস করছেন হবিগঞ্জবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com