স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ-বানিয়াচঙ্গ সড়কে পরিবহনে গণ-ডাকাতি সংঘটিত হয়েছে। ডাতাকরা ১৫/২০টি সিএনজি, ট্রাক ও ম্যাক্সির গতিরোধ ও যাত্রীদের মারদর করে ৮/১০ লাখ টাকার মালামাল হাতিয়ে নিয়ে গেছে। জানা যায়, গতকাল রাত ১০ টার দিকে হবিগঞ্জ-বানিয়াচঙ্গ সড়কের শুটকী ও ভাটিপাড়ার মধ্যবর্তী স্থানে ১৫/২০ জন মুখোশধারী ডাকাত অবস্থান নেয়। এ সময় ডাকাতরা ওই সড়কে চলাচলকারী একের পর
বিস্তারিত