প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার মোঃ মুক্তার হোসেনের মৃত্যুতে জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত ৮ টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এক শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা ক্রীয়া সংস্থার সাবেক সহ-সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও জেলা ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলির পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান মোঃ শহীদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলোয়ার কল্যাণ সমিতির সাবেক সভাপতি এডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু, জেলা ক্রিয়া সংস্থার সাবেক সাধরণ সম্পাদক মোঃ শফিকুল বারী আউয়াল, ফুটবলার মোঃ আলী হোসেন, সিরাজ উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার ফনি ভূষন দাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমান, সাবেক চেয়ারম্যান খেলোয়ার বীর মুক্তি মোঃ আব্দুল হাসিম, সাবেক খেলোয়ার মোঃ কামাল হোসেন, ফরিদ উদ্দিন আহমেদ, আব্দুল মজিদ ছোটন প্রমুখ। শোক সভায় দোয়া পরিচালনা করেন, চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদের মুয়াজ্জিন আবদাল হোসেন।