মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মঞ্চ নাটক ‘অপ্রাকৃৃতিক প্রকৃৃতি’ নিয়ে ঢাকা যাচ্ছে দেশ নাট্যগোষ্ঠী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮
  • ৫৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাতৃৃত্ব নারীর জীবনে এনে দেয় পূর্ণতা। যে নারী মাতৃত্বের স্বাদ পায়নি, সেই কেবল বোঝে এর অপূর্ণতা। তেমনই এক অস্পৃশ্য, অনাদৃত ও অবহেলিত সন্তানহীন নারীর কাহিনী নিয়ে মঞ্চ নাটক ‘অপ্রাকৃতিক প্রকৃতি’। আগামীকাল ২৭ এপ্রিল শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ৬টায় নাটকটি মঞ্চস্থ হবে।
মুভমেন্ট থিয়েটারের জনক ও নাট্যভাস্কর ড. মুকিদ চৌধুরী রচিত ‘অপ্রাকৃতিক প্রকৃতি’ নাটকটি মঞ্চে এনেছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠী। এ নাটকে নারীকে মনুষ্যত্বের সম্মানে উন্মুক্ত করা হয়েছে শিল্পের গহীনালোয়ে। নাটকে প্রকাশ পেয়েছে সন্তানহীন নারীদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, দ্বন্দ-সংঘাত প্রভৃতি। দেশ নাট্যগোষ্ঠীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাটকটি নির্দেশনা দিয়েছেন ফখরুল হামিদ। গত জানুয়ারি মাসে মঞ্চে আসা এ নাটকটির তিনটি প্রদর্শনী হয়েছে হবিগঞ্জে। ঢাকার মঞ্চে প্রথমবারের মতো এবার নাটকটি প্রদর্শিত হবে।
নাটকটির রচয়িতা ড. মুকিদ চৌধুরীকে উদ্ধৃত করে বলা হয়েছে, নাটকের মূল চরিত্র স্মৃতির জীবন সংসারের কাহিনী এতে তুলে ধরা হয়েছে। সন্তান লাভের আশায় স্মৃতি, সাধুর আশ্রমে যেতেও কুন্ঠাবোধ করেনি। আবার মানব চিরন্তন প্রেমের আহ্বানে অধরাকে পাবার আশায় সংসার ত্যাগী হয়, কিন্তু সংসারের মায়ামোহে আবার হয় ঘরমুখো। শত আয়োজন, শত প্রচেষ্টা ব্যর্থ হয় প্রকৃতি বিমুখ হলে বেকসুর প্রকৃৃতি মাঝে মাঝে হয়ে ওঠে অপ্রাকৃতিক বাংলার রূপ।’ নাটকটির নির্দেশন ফখরুল হামিদ জানান, অনেকটা দেশজ ও রবীন্দ্র নাট্যধারার আদলে মঞ্চের পাদপ্রদীপের আলোয়ে নাটকটি উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।
দেশ নাট্যগোষ্ঠীর সভাপতি এডভোকট হুমায়ূন কবীর সৈকত জানান, এ নাটকটি ইতোমধ্যে ৯টি মঞ্চায়ন হয়েছে, তবে সফল মঞ্চায়ন হয়েছে জেলা শিল্পকলা একাডেমীতে। ঢাকায় নাটকটি প্রদর্শনের জন্য গত তিন মাস নিয়মিত মহড়া হয়েছে। আশাকরি ঢাকার মঞ্চেও আমরা ভালো কিছু দেখাতে পারবো।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন হারুন সাঁই, জনি রানি দাস, শামিম, আল আমিন, শারমিন আক্তার, শাহীন আহমেদ, যোশেফ হাবিব, সিরাজুল ইসলাম, ওয়াহিদ, মুখলিছুর রহমান ও জিতু আহমেদ মাখন। কীর্তনীয়ায় ফারুক দেওয়ান, নৃত্যে মিঠুন, রুদ্র, নয়ন, দ্বীপ ও স্বন্দীপ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com