শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

৩ বছর পর নবীগঞ্জের ট্রিফল মার্ডারের স্বাক্ষী শিহাব আটক

  • আপডেট টাইম রবিবার, ৮ এপ্রিল, ২০১৮
  • ৩৪৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ তিন বছর পর নবীগঞ্জের বহুল আলোচিত ট্রিফল মার্ডারের ঘটনার নতুন মোড় নিচ্ছে। এফিডিভেটকারী স্বাক্ষী শিহাব আলমকে গতকাল সিআইডি তুলে নিয়ে গেছে। নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউপির বড় ভাকৈর গ্রামে গত ২০১৫ সনের ২২মার্চ রাতে ওই গ্রামের ফরিদ মিয়ার (৪০) স্ত্রী রোমেনা বেগম (৩০), তার দুই সন্তানকে পুকুরে ফেলে হত্যা করা হয়। পরে বাড়ি পাশে নিজে গাছের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকাল বেলা নবীগঞ্জ থানার পুলিশ এসে ঝুলন্ত রোমেনা লাশ এবং তার দুই শিশু সন্তানের লাশ উদ্বার করে থানায় নিয়ে যায় এবং ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠায়। উক্ত ঘটনায় রোমেনার চাচা আশুক মিয়া বাদী হয়ে ওই দিনই নবীগঞ্জ থানায় স্বামী ফরিদ মিয়া সহ ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং নবী (২৪/১৫)। ওই দিন রোমেনার স্বামী ফরিদ মিয়াকে পুলিশ গ্রেফতার করে। উক্ত ঘটনা নিয়ে নবীগঞ্জ থানা সহ প্রশাশনের বিভিন্ন সংস্থা তদন্ত করেন। পুলিশ তদন্ত ও ময়না তদন্তে রোমেনা আত্মহত্যা করেছে বলে রির্পোট প্রদান করে। তখন ফরিদ মিয়া জামিনে ছাড়া পান। এদিকে বাদী আশুক মিয়া নারাজি দিলে বিজ্ঞ আদালত অধিকতর তদন্তের জন্য আবারও গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, উক্ত মামলার স্বাক্ষীগন হলফনামার মাধ্যমে স্বাক্ষী নামায় উল্লেখ করেন উক্ত খুন তারা উপস্থিত থেকে নিজের চোখে আসামীদের ট্রিপল মার্ডার করতে দেখেছেন। এতে সন্দেহ হলে স্বাক্ষী বড় ভাকৈর গ্রামের শিহাব আলম চৌধুরী (৪০)কে গত ২ এপ্রিল তার বাড়ি থেকে পুলিশ পরিদর্শক মোঃ জসিম উদ্দীন (সিআইডি) করেন।এর পরথেকে বাকী স্বাক্ষীরা পলাতক বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। অন্য স্বাক্ষীরা হল একই গ্রামের এ.কে আজাদ (৫০), শাহাজান (৪২) ও রোহেল মিয়া (২৮), মিজানুর রহমান চৌধুরী রিপন (৩৫), মাসুম। গোয়েন্দা সংস্থা কর্তৃক গ্রেফতারকৃত শিহাব আলমের কাছে প্রাথমিক ভাবে চাঞ্চল্যকর তথ্য পাওয়ায় মহামান্য আদালতের কাছে আরও ৫ দিনের রিমান্ডের জন্য তারিখে চাওয়া হয়েছে । আজ রবিবার রিমান্ড আবেদন শুনানী অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com