শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুর-চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ॥ বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাধবপুরে বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী সভায়-সৈয়দ মোঃ ফয়সল ॥ আইন-শৃংখলা স্বাভিবিক রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই হবিগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী চৌধুরী এডঃ আশরাফুল বারী নোমান শহরের শায়েস্তানগর এলাকায় প্রধান সড়কের পাশে কভার স্লাবসহ আরসিসি ড্রেন নির্মাণ করছে হবিগঞ্জ পৌরসভা মোহনপুর মসজিদে জুমার মুফতি তাহের উদ্দিন সিদ্দিকী ॥ বেশি রাত করে ঘুমালে দেহে কঠিন কঠিন রোগ সৃষ্টি হয় হবিগঞ্জে জেলা জমিয়তের বিক্ষোভ ॥ অবিলম্বে মানবাধিকার কমিশনের কার্যালয় চুক্তি বাতিল করতে হবে শায়েস্তাগঞ্জে অপহৃতা কিশোরী নারায়ণগঞ্জে উদ্ধার ॥ গ্রেপ্তার ১ বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোবারক আলীর ইন্তেকাল জিকে গউছের শোক রশিদপুর থেকে উদ্ধার অচেতন ব্যক্তির মৃত্যু পরিচয় মিলেনি নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সিলেটে বিশেষ প্রতিনিধি সভা ॥ জনসভাকে জনসমুদ্রে রূপান্তরিত করার আহবান জানালেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮
  • ৬০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা’র আগমন উপলক্ষে সিলেটে বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হাানিফ।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমেদ কামরানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মিসবাহ উদ্দিন সিরাজ।
সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ লুৎফুর রহমান, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমেদ। সভাটি যৌথভাবে পরিচালনা করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ।
সভার অতিথিবৃন্দ জনসভাকে সফল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মোহিত বলেন, প্রধামনমন্ত্রী শেখ হাসিনার ৩০ তারিখের সফরের সময় হযরত শাহ জালাল (রঃ) ও হযরত শাহ পরান (রঃ) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনের কার্যক্রম শুরু করবেন। বাঙালি জাতির ভাগ্যের উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে এবং সিলেট বিভাগে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং জেলায় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে জনসভাকে সফল করতে হবে।
এ সময় আমন্ত্রিত অতিথি’র বক্তব্যে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি বলেন, বিএনপি-জামায়াতের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিগত দুইবার দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। বিনিময়ে দেশবাসী অনেক কিছুই পেয়েছে। সরকার জাতির পিতার হত্যাকারী এবং যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করেছে। এছাড়া বিশ্বের দরবারে বাংলাদেশকে উন্নয়নের রুল মডেল হিসাবে প্রতিষ্ঠিত করেছে বর্তমান সরকার। আমরা এই উন্নয়নের ধারা অব্যাহত রেখেই আগামীতে স্বাধীন বাংলার ৫০ বছর এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের সমর্থন নিয়ে সরকারে থেকেই উদযাপন করতে চাই। তার জন্য সকল দ্বিধা-দন্দ্ব ভুলে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই নৌকা দিবেন তাকেই বিজয়ী করার আহ্বান জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে রূপান্তরিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এমপি আবু জাহির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com