বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

এমপি কেয়া চৌধুরীর প্রচেষ্টায় নবীগঞ্জ-বাহুবলের ১৬টি ইউনিয়নে গ্রামীণ রাস্তার উন্নয়নের অনুমোদন

  • আপডেট টাইম রবিবার, ১৯ জুন, ২০১৬
  • ৫৯৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ এমপি কেয়া চৌধুরীর প্রচেষ্টায় নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় ১৬টি ইউনিয়ন ও গ্রামীণ রাস্তা উন্নয়নে অনুমোদন দেয়া হয়েছে। রাস্তাগুলো সংস্কার হলে হাজার হাজার লোকের চলারপথ সুগম হবে। যেসব রাস্তার সংস্কার কাজের অনুমোদন দেয়া হয়েছে সেগুলো হচ্ছে-স্নানঘাট হতে রইছগঞ্জ বাজার, বাহুবল ইউপি অফিস হতে রতনপুর বাজার, লস্করপুর রেলওয়ে থেকে একডালা রোড, বিশ্বরোড় হাফিজপুর দ্বিমুড়া ভায়া দেওলিয়াঘাট, নবীগঞ্জ বাজার হতে রতনপুর ভায়া নাছিমপুর, বাহুবল ভানু দেব হতে কালাবাবুর, মিরপুর ধোইলখাল রাস্তা হতে চন্দ্রছড়ি মাজার, খাগাউড়া আলগাহাটি, কামারগাঁও দৌলতপুর হতে হোসেনপুর, রুস্তুমপুর হতে ধর্মনগর, নবীগঞ্জের রুদ্র চাঁদপুর হতে কায়স্থ গ্রাম, রমজানপুর প্ররাতপুরবালি রোড, ইনাতগঞ্জ কাজির বাজার, কাদিরগঞ্জ রোড, স্বস্তিপুর লালপুর, হোসেনপুর, নিধনপুর রোড, নবীগঞ্জ-হবিগঞ্জ-সিদ্দিকপুর পুটিজুরী স্কুল রোড এবং বড়গাও দক্ষিণটিলা ইমাম টি প্রাক্তণ রোড পর্যন্ত সংষ্কার। ‘সিলেট বিভাগ গ্রামীণ একসেস সড়ক উন্নয়ন’ প্রকল্পের আওতায় ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) অর্থায়ানে এসব রাস্তার উন্নয়নমূলক কাজ করা হবে বলে প্রকল্প পরিচালক আলী হোসেন চৌধুরী নিশ্চিত করেছেন। তিনি জানান- কাজ শুরু হবে আগামী ডিসেম্বর মাস থেকে। সূত্র জানায়, এসব রাস্তার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবী করেন এমপি কেয়া চৌধুরী। বিষয়টি ১মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক একনেক সভায় পাশ হয়। এ প্রসঙ্গে এমপি কেয়া চৌধুরী বলেন- এমপি হয়ে এলাকা এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৃণমূলের উন্নয়নে কাজ করছি। এ সময় এসব রাস্তার উন্নয়নের জন্য এলাকাবাসী আমার কাছে দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com