বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি নাছিরনগরে কাজ করতে গিয়ে মাধবপুরে ৩ শ্রমিক নিহত শায়েস্তাগঞ্জে আটক প্রেমিক যুগল পুলিশ হেফাজতে দেশে ফিরলেন এমপি আবু জাহির ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ এক ব্যক্তি গ্রেফতার চুনারুঘাটে নোহা উল্টে শিশু নিহত ॥ হাসপাতালে মা নবীগঞ্জে উপ-নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য আব্দুল মোমিনের শপথ গ্রহন আজমিরীগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০ পবিত্র ওমরাহ পালন শেষে পৌরসভায় ফিরেছেন মেয়র আতাউর রহমান সেলিম নবীগঞ্জের প্রবীণ মুরুব্বি ফজল মিয়ার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

একে একে এল পাঁচ বোন

  • আপডেট টাইম সোমবার, ৪ এপ্রিল, ২০১৬
  • ৪৪৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ একসঙ্গে জন্ম নিয়েছে পাঁচ বোন। আধা ঘণ্টার ব্যবধানে তারা সবাই ভূমিষ্ঠ হয়। ভারতের ছত্তিশগড় রাজ্যের আমবিকাপুরে একটি সরকারি হাসপাতালে ২৫ বছর বয়সি মা মনিতা শনিবার বেলা ১১টায় তার প্রথম কন্যা সন্তানের জন্ম দেন। এরপর একে একে ভূমিষ্ঠ হয় চার নবজাতক। ডেইলি মেইল অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।
একসঙ্গে পাঁচ কন্যা সন্তানের জন্মদানকারী মায়ের নাম মনিতা সিং। তার স্বামী মনিষ পাঁচ সন্তানের জনক হতে পেরে খুবই খুশি। তিনি বলেন, ঈশ্বরের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। একটি নয়, তিনি আমাদের একইসঙ্গে পাঁচটি সন্তান দিয়েছেন।
মজার বিষয় হচ্ছে, সন্তান প্রসবের আগ পর্যন্ত মনিতা ও মনিষ জানতেন না, তাদের ঘরে একইসঙ্গে পাঁচ অতিথি আসছে। কারণ গর্ভাবস্থায় কখনো আল্ট্রাসাউন্ড করাননি মনিতা। শনিবার প্রসববেদনা ওঠার পর হাসপাতালে নেওয়া হয় ২৬ সপ্তাহের গর্ভবতী মনিতাকে। স্বাভাবিক প্রসবের কথা শুনে ভয় পাচ্ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত যা হলো, তা রীতিমতো আশ্চয্যের।
দুই বছর আগে মনিতা তার প্রথম সন্তানের জন্ম দেন। দুভার্গজনকভাবে জন্মের পরপরই তার ছেলে সন্তানটি মারা যায়। কিন্তু এবার মনিতা মহাখুশি। তার কোলজুড়ে থাকবে পাঁচ কন্যা। মনিষ জানিয়েছেন, তার বিশ্বাস পাঁচ কন্যাই বেঁচে থাকবে এবং তাদের সুন্দর ভবিষ্যতের জন্য যা করা প্রয়োজন সবই করবেন। প্রথম সন্তান হারানোর বেদনা হয়তো ভুলতে পারবেন না, কিন্তু একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম যেন ঈশ্বরেরই উপহার। মনিতার সন্তান প্রসবের সময় উপস্থিত ছিলেন ডা. তেকাম। তিনি জানান, শিশুগুলোর ওজন গড়ে দেড় কেজির মতো। তারা এখনো শঙ্কামুক্ত নয়। কারণ গর্ভে তারা মাত্র ২৬ সপ্তাহ থেকেছে, যেখানে ৩৬ সপ্তাহে স্বাভাবিক প্রসব ধরা হয়। তবে তারা চেষ্টা করে যাচ্ছেন, পাঁচ শিশুকেই সুস্থ রাখার। তিনি আরো জানান, তার জীবনে এটিই প্রথম ঘটনা, যেখানে তার উপস্থিতিতে কোনো নারী পাঁচ সন্তানের জন্ম দিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com