মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৯:১৮ অপরাহ্ন

বাল­া স্থলবন্দর স্থাপনের যাচাই করতে সীমাš— এলাকা পরিদর্শন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫
  • ৪৪৫ বা পড়া হয়েছে

চুনার“ঘাট প্রতিনিধি \ বাল­া স্থলবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাই করতে গতকাল দুপুরে বাল­া সীমাš— এলাকা পরিদর্শন করেছেন স্থলবন্দর কর্তৃপ¶ের যুগ্ম সচীব আবুল কালাম। তিনি চুনার“ঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাল­া চেকপোষ্ট ও বাল­া কাষ্টমস এলাকা পরিদর্শন করে পরে কেদারাকোর্ট সীমাš— পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম, উপজেলা চেয়ারম্যান আবু তাহের, চুনার“ঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর, পিপি এম আকবর হোসেন জিতু, চেয়ারম্যান মাওঃ তাজুল ইসলামসহ সিলেট বিভাগের কাষ্টমস বিভাগের বিভিন্ন স্থরের কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। যুগ্ম সচীব আবুল কালাম টেকেরঘাট ও কেদারাকোর্ট সীমাš— এলাকার স্থানীয় জনগনের সাথে মত বিনিময় করে বন্দর প্রতিষ্টার বিষয়ে নানা তথ্য সংগ্রহ করেন।
উলে­খ্য, চুনার“ঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাল­া স্থল বন্দরের আধুনিকায়নের জন্য বর্তমান সরকার ও ভারতের ত্রিপুরা সরকার দীর্ঘদিন থেকে কাজ করে আসছে। এ ল¶্যে বাল­া সীমাš— এলাকায় দু’দেশের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কয়েক দফা পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com