বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

জেলা যুবলীগের কর্মীসভায় মেয়র প্রার্থী সেলিম ॥ যুবলীগের নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থতার নেয়ার আহ্বান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪০৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম বলেছেন যারা যুবলীগের নাম ভাঙ্গিয়ে অপকর্ম করছেন তাদের বরদাস্ত করা হবে না। তিনি পুলিশ সহ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি তাদের প্রতি ব্যবস্থা নেবার আহবান জানিয়ে বলেন, অনেক সুযোগ সন্ধানী দলে অনুপ্রবেশ করেছে। তারা সরকারের উন্নয়ন কর্মকান্ডকে তাদের নিন্দনীয় কর্মকান্ড দ্বারা বিতর্কিত করে সরকারকে মানুষের কাছে অজনপ্রিয় করতে চায়। তিনি এদের দলের শক্রু ঘোষনা দিয়ে উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দকে সতর্ক করে দিয়ে বলেন ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত এদের চেহারা দেখা যায়নি। আবারও দুঃসময় এলে এদের পাওয়া যাবে না। গতকাল স্থানীয় আরডিহল মিলনায়তনে জেলা যুবলীগের কর্মী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা আব্দুল মালেক, চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, নবীগঞ্জ যুবলীগের আহবায়ক ফজলূল হক সেলিম, চুনারুঘাট যুবলীগের সভাপতি মোঃ লুৎফর রহমান চৌধুরী, জেলা যুবলীগ নেতা শওকত আকবর সোহেল, শেখ উমেদ আলী শামীম, মোঃ জাহির মিয়া, পৌর যুবলীগ সভাপতি শফিকুজ্জামান হিরাজ, সাধারন সম্পাদক তাজউদ্দিন আহমেদ তাজ, বানিয়াচং উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়া, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন, চুনারুঘাট উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কে এম আনোয়ার, বাহুবল উপজেলা যুবলীগের সভাপতি অলিউর রহমান, মাধবপুর থানা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান, মাধবপুর পৌর যুবলীগের সাব্বির আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com