শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন

রতœা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধে শপথ গ্রহণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫
  • ৫৩৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার রতœা উচ্চ বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে অনুষ্ঠিত সভায় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে দুর্নীতি প্রতিরোধে শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি উপাধ্যক্ষ আতাউর রহমান। প্রধান শিক্ষক মোঃ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, রতœা উচ্চ বিদ্যালয়ের কমিটির সদস্য সুশীল চন্দ্র দাস, রমেন্দ্র চন্দ্র দাশ, তালিম উদ্দিন সরদার, সুরেন্দ্র দাস। বক্তব্য রাখেন মিজানুর রহমান, সততা সংঘের সভাপতি সেকুল চৌধুরী, সম্পাদক মিতু তালুকদার, জয় দাস, বিন্দু দাস প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিপুল ভূষণ রায় বলেন, বানিয়াচঙ্গের দুর্নীতি দমন কমিটি ২০০৭ সাল থেকে দুর্নীতি প্রতিরোধে কাজ করে যাচ্ছে। দেশে যেভাবে দুর্নীতি বেড়ে চলছে তাতে ভবিষ্যতে আমাদের দেশে অরাজক পরিস্থিতি দেখা দিবে। তাই আমাদের লক্ষ্য কোমলমতি শিশুদের মনে দুর্নীতির প্রতিরোধে শক্ত মনোভাব গড়ে তোলা। বর্তমান সময় আমরা সকলে যদি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার না হলে আমরা নিজেদের অস্থিত্ব টিকিয়ে রাখতে পারবো না। সব শেষে প্রধান অতিথি উপস্থিত সকলকে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com