সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি ও দুই এসিল্যান্ড’র কারাদণ্ড পইল উত্তরপাড়া এলাকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার আদালতে জাল মৃত্যু সনদ দাখিল করায় ১৪ জনকে কারাগারে প্রেরণ নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের সঙ্গে শালিস কমিটির বৈঠক জামানতের টাকা প্রদানের সিদ্ধান্ত দেশে উন্নয়ন ও অগ্রতির জন্য ট্রাক মার্কা কোন বিকল্প নেই-চৌধুরী আশরাফুল বারী নোমান নবীগঞ্জে গভীর রাতে ঘরে ঘুমন্ত যুবককে বের করে জমিনে নিয়ে হত্যার চেষ্টার অভিযোগ বানিয়াচংয়ে বিবিসির একপেশে সংবাদ প্রকাশের অভিযোগে ছাত্র জনতার মানববন্ধন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে টমটম উদ্ধার ॥ ৩ চোর আটক মাধবপুর সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক যৌথ বাহিনীর অভিযানে পাসপোর্ট অফিসের সামন থেকে দালাল আটক

বৃটেনের কার্ডিফ মক্তবের ছাত্র ছাত্রীদের প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ১৮ অক্টোবর, ২০১৪
  • ৫১৫ বা পড়া হয়েছে

কার্ডিফ থেকে বদরুল মনসুর ॥ বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের শাহজালাল মসজিদ এন্ড কালচারেল সেন্টারের মক্তবের ছাত্র-ছাত্রীদের ক্বিরাত, আজান, গজল, নাতসহ বিভিন্ন গ্র“পের ৪১জন ছাত্র-ছাত্রীদের সতস্ফুর্ত অংশগ্রহণে ১৫ অক্টোবর মসজিদ মিলনায়তনে কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনীর আয়োজন করা হয়।
Shah Jalal Mosque & Islamic Cultural Centre Children's Qirat Competition 2014 3শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান কমিউনিটি লিডার আলহাজ্ব মো: আলী আকবর এর সভাপতিত্বে এবং মসজিদের খতীব ইমাম হাফিজ মাওলানা আলহাজ্ব মো: বদরুল হক ও মসজিদ কমিটির জেনারেল সেক্রেটারী কমিউনিটি সংগঠক মকিস মনসুর আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মহতি অনুষ্ঠানে ক্বিরাত প্রতিযোগিতার ১ম গ্র“পে ১ম স্থান মাহি, ২য় স্থান মুনচেতনাক ও তৃতীয় স্থান নাছিম অর্জন করে। ২য় গ্র“পে ১ম স্থান আবউদর রহিম, ২য় স্থান শাকিল, ৩য় স্থান মাছুম, তৃতীয় গ্র“পের ১ম স্থান শেখ শাকির, ২য় স্থান রায়হান ও ৩য় স্থান ফিজার, চতুর্থ গ্র“পে ১ম স্থান তামিম খান, ২য় স্থান মিলাদ ও ৩য় স্থান অর্জন করেন হাছান।
মেয়েদের ক্বিরাত প্রতিযোগিতায় প্রথম গ্র“পে ১ম স্থান অর্জন করেন তাইবাম, ২য় স্থান আছিবা ও ৩য় স্থান সাদিয়া। দ্বিতীয় গ্র“পে ১ম স্থান তাহিরা, ২য় স্থান তাসিয়া ও ৩য় স্থান ছামিরাহ। ৩য় গ্র“প সামিয়া ১ম স্থান, ফারহানা ২য় ও রিদা ৩য় স্থান অর্জন করে। আজান গ্র“পে ১ম স্থান ইমদাদ, ২য় স্থান রুহান, ৩য় স্থান রাহিদ ও ৪র্থ স্থান লাভ করেছেন নাছিম।
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও ছাত্র-ছাত্রীদের উৎসাহ উদ্দীপনা প্রদানের লক্ষ্যে বক্তব্য রাখেন কার্ডিফ কাউন্সিলের ডেপুটি লর্ড মেয়র আলহাজ্ব আলী আহমদ, মসজিদের সাবেক ট্রাস্টি আলহাজ্ব মো: গোলাম মোস্তফা, সাবেক ট্রাস্টি আব্দুল আহাদ চৌধুরী, সাবেক ট্রাস্টি আলহাজ্ব আব্দুল মন্নান, বর্তমান ট্রাস্টি আলহাজ্ব লাল মিয়া, আলহাজ্ব মাসুক মিয়া, আলহাজ্ব আবু বক্কর ওয়ার্কার, আলহাজ্ব নজরুল ইসলাম, বকশী হারুনুর রশিদ, শেখ মো: আনোয়ার, আহাদ মিয়া, ময়না মিয়া, হারুনুর রহমান, শাহ গোলাম কিবরিয়া, আকতারুজ্জামান করেসী নিপু, জুবায়ের আহমদ চৌধুরী, মো: দিলওয়ার চৌধুরী, আলহাজ্ব মদরিছ মিয়া, ক্বারী তসলিম আলী, আবদাল মিয়া চৌধুরী, আলহাজ্ব আব্দুল মুহিম মুমিন, কয়েস মনসুর আহমদ, ফরুক মিয়া, সৈয়দ রিপন আহমদ, এম এ রউফ, মতিউর রহমান, আব্দুর রব, মিজানুর রহমান, বেলাল খান, করম আলী, আবদাল মিয়া ও সুহেল আহমদ প্রমুখ।
শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আলী আকবর ও জেনারেল সেক্রেটারী মকিস মনসুর আহমদ উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতার জন্য কমিউনিটির সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং মসজিদের মক্তবের প্রধান শিক্ষক হাফিজ মাওলানা মো: বদরুল হক ও সহকারী শিক্ষক ক্বারী শাহ মো: তসলিম আলীকে সার্বিক প্রস্তুতির জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বক্তারা কৃতকার্য ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে এই মহতি অনুষ্ঠানের উপস্থাপনের জন্য মসজিদ কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে প্রতি বছর এ ধরনের প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করার জন্য কমিটির প্রতি আহবান জানান পরিশেষে চেয়ারম্যান আলী আকবর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com