স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় স্ট্রিট লাইটে দিনের বেলাতেও বাতি জ¦লে। এসব লাইট জ্বলে থাকায় প্রতিনিয়ত অপচয় হচ্ছে বিপুল পরিমাণ বিদ্যুৎ। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ১টার দিকে সদর থানার সামনের সড়কে একাধিক স্ট্রিট লাইট জ্বলে থাকতে দেখা যায়। শুধু ওই স্থানেই নয়, পৌরসভার বিভিন্ন এলাকায় দিনের বেলাতেও নিয়মিত লাইট জ্বলতে দেখা যায়। অথচ রাতে অনেক সময় এসব লাইট নষ্ট বা নিভে থাকায় পথচারীরা সমস্যায় পড়েন। স্থানীয়রা জানান, এভাবে লাইট জ্বালিয়ে রাখার কারণে একদিকে বিদ্যুতের অপচয় হচ্ছে, অন্যদিকে পৌরসভার অর্থনৈতিকভাবে ক্ষতি হচ্ছে। কারণ এসব লাইটের বিদ্যুৎ বিল শেষ পর্যন্ত পৌরসভাকেই পরিশোধ করতে হয়। বিদ্যুতের চলমান সংকটের সময় এ ধরনের গাফিলতি জনগণের মাঝে ক্ষোভের জন্ম দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, স্ট্রিট লাইট নিয়ন্ত্রণে কোনো নির্দিষ্ট দায়িত্বশীল কর্মী নেই। ফলে অনেক সময় লাইট বন্ধ করার বিষয়টি অযত্নে পড়ে থাকে। এ বিষয়ে সচেতন মহল বলেন, দিনে ৫-৬ ঘণ্টা স্ট্রিট লাইট অকারণে জ্বললে প্রতি মাসে লাখ লাখ টাকার বিদ্যুৎ অপচয় হয়। এ অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পৌরসভা ও সাধারণ জনগণ উভয়কেই ক্ষতির মুখে পড়তে হবে। হবিগঞ্জ পৌরসভার দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।