বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জ জংশনে সন্দেহজনক ঘুরাফেরার সময় নারী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে সন্দেহজনক হিসেবে এক নারী চোরকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। জানা যায়, দীর্ঘদিন ধরে রেল জংশনে একটি ছিনতাইকারীর সিন্ডিকেট রয়েছে। প্রতি বৃহস্পতিবার বিকাল ও রবিবার সকালে জজ, ম্যাজিস্ট্রেট, পুলিশের অফিসারসহ প্রশাসনিক কর্মকর্তারা হবিগঞ্জ থেকে ঢাকা-সিলেট, চট্টগ্রাম আসা যাওয়া করেন। আর এ সুযোগে নারী ছিনতাইকারী দল উৎপেতে থাকে। সুযোগ পেলেই গাড়িতে উঠা ও নামার সময় মোবাইল ফোন, স্বর্ণের চেইন ও মানিব্যাগ হাতিয়ে নেয়। এ সময় একটি শিশু বাচ্চা কোলে নিয়ে ওই নারীকে ঘুরাফেরা করার সময় যাত্রীরা সন্দেহ করে আটক করে। এ সময় একটি চোরাই মোবাইল জব্দ করে। পরে তাকে রেল ফাঁড়িতে দেয়া হয়। এ বিষয়ে যাত্রীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com