স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন। গতকাল বৃহস্পতিবার পুলিশ লাইনে জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এমএএন সাজেদুর রহমান তার হাতে শ্রেষ্টত্বের সম্মাননা সরূপ ক্রেষ্ট প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আরমান আহমেদ, সহকারী পুলিশ সুপার জহিরুল হক, সকল থানার অফিসার ইনচার্জসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।