স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে পরিচয় ছাড়া মিলে না চিকিৎসা। গত ১ সপ্তাহ ধরে এক বৃদ্ধ অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসায় হাসপাতালের জরুরি বিভাগের সামনে মৃত্যুর সাথে লড়ছেন। কেউ তার কোন খোঁজ খবর নেয় না। এমনকি সামান্য চিকিৎসাও মিলছে না। আগত রোগীরা জানান, সদর হাসপাতালে অজ্ঞাত পরিচয়ে কেউ এলে তাদের চিকিৎসা হয় না। বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়ে অনেকে। কেউ কেউ চলেও যায়। গতকাল শুক্রবার রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, এক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধায় ফেলে দেয়া বেড ও কলা খাচ্ছেন। কিন্তু তাকে সহযোগিতা করার জন্য কেউ এগিয়ে আসেনি। তবে হাসপাতালের সমাজসেবা অধিদপ্তর থাকলেও নামে আছে কাজে নেই। ৭ দিন ধরে তাদের দেখা মিলছে না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।