স্টাফ রিপোর্টার ॥ জীবনের প্রয়োজনে চাই শিক্ষা, সংকটকালেও সুরক্ষিত চাই শিক্ষা এই প্রতিপাদ্যকে সামনে রেখে শহরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে এসেড হবিগঞ্জ ও গণসাক্ষরতা অভিযান এর উদ্যোগে স্থানীয় একটি রেস্তোরায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মন্নাফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মো: আমিনুল ইসলাম, প্রভাষক শাহ ইফতেরখার আহমেদ। বক্তব্য রাখেন, গোপায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চৌধুরী মিসবাউল বারী লিটন, রত্মা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু তাহের, তেঘরিয়া ইউনিয়নের সাবেক মেম্বার বজলুর রহমান, গোবিন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপড়ী রানী ধর। উপস্থিত ছিলন, এসেড হবিগঞ্জের প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী, চীফ অফ প্রোগ্রাম আশিক ইকবাল, প্রোগ্রাম ম্যানেজার নির্মল কুমার বিশ্বাস, প্রজেক্ট অফিসার মো: আবুজার গিফারি, প্রজেক্ট অফিসার লতিফা বেগম প্রমুখ। অনুষ্ঠানের পূর্বে শহরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।