নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় বিএনপি গ্লোবাল ফোরামের উদ্যোগে ৩ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে নবীগঞ্জ শহরের গোল্ডেন প্লাজাস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বিএনপি গ্লোবাল ফোরামের উদ্যোগে ও উপজেলা কৃষকদলের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক শাহীনুর রহমান শাহীনের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহবায়ক শিপন আহমদ চৌধুরী, সদস্য সচিব মঞ্জুর রহমান সুহেল ও ওয়াহিদুজ্জামান জুয়েলের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমদ চৌধুরী, আব্দুল মোক্তাদির চৌধুরী, যুক্তরাজ্য নর্থ ওয়েস্ট বিএনপির সাবেক সভাপতি এম এ সেলিম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শাহেব আলী, উপজেলা বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, উপজেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহাম্মদ ঠাকুর রানা, যুক্তরাজ্য মহিলা দলের নেত্রী সৈয়দা নাসিমা আক্তার, আউশকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ওল্ডহ্যাম বিএনপি সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রাসেল চৌধুরী, দেবপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপি নেতা কাজী জাকির, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু, ফ্রান্স বিএনপির সদস্য সোহান আহমেদ, সৌদি আরব বিএনপি নেতা সাদিকুর রহমাস সাদিক, উপজেলা স্বেচ্ছাসেকদলের যুগ্ম আহবায়ক শাহ রুহেল আহমেদ প্রমুখ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া বলেন- দেশ বিদেশে বিএনপি নেতাকর্মীরা ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। নির্যাতিত থাকার পরও বিএনপি গ্লোবাল ফোরাম দীর্ঘদিন ধরে আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে, দেশের বিভিন্ন দুর্যোগে প্রবাসীদের পাশাপাশি বিশেষ করে বিএনপি গ্লোবাল ফোরাম মানুষের পাশে দাঁড়িয়ে আসছে।