নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের বাউশা গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও জোর পূর্বক বাড়ি দখলের চেষ্টা করে একদল দুর্বৃত্তরা। উক্ত হামলার ঘটনায় বাউশা ইউনিয়নের বাউশা গ্রামের মৃত শাহ লাল মিয়ার মেয়ে লন্ডন প্রবাসী শাহ ফেরদাউস আক্তার ৫ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, বাউশা গ্রামের শাহ লাল মিয়ার পুত্র শাহ শবকদর মিয়া (৬৫), শাহ নিম্বর আলীর পুত্র শাহ ছালিক মিয়া (৬৫), শাহ নূর মিয়ার পুত্র শাহ আহাদ মিয়া (৫৫), শাহ লিমন মিয়া (৪০) ও শাহ্ শিমন মিয়া (৩৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, বাউশা গ্রামের মৃত শাহ লাল মিয়া মেয়ে লন্ডন প্রবাসী ফেরদাউস আক্তারের মা কাজী লুৎফা বেগম গ্রামের বাড়িতে একা বসবাস করেন। গত সপ্তাহে ফেরদাউস আক্তার দেশে এসে মায়ের সাথে বাড়িতে বসবাস করছেন। লুৎফা বেগমের বসবাসরত জায়াগাটি মৌরসীসূত্রের জায়গা যা তাদের পরিবারবর্গ দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন। অভিযুক্তরা বিভিন্ন ভাবে এই জায়গা দখলের চেষ্টা করে আসছে। বৃহস্পতিবার বিকেলে অভিযুক্তরা লুৎফা বেগমের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িঘরের আসবাবপত্র ভাংচুর করে। তাদের বাধা দিলে লুৎফা বেগমকেও মারধর করে। এ সময় লুৎফা বেগমের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা বাড়ি না ছাড়লে তাদেরকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। আহত অবস্থায় লুৎফা বেগমকে তার মেয়েরা নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসার জন্য সিলেট থাকা অবস্থায় অভিযুক্তরা লুৎফা আক্তারের বাড়িতে তালাবদ্ধ করে রেখেছেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।