স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট থেকে জগন্নাথপুরের প্রবাসী হত্যা মামলায় প্রধান আসামি হাবিবুর রহমান (২২) কে গ্রেফতার করেছে র্যাব -৯। সে নবীগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের লিলফর মিয়ার পুত্র। গত ২৮ অক্টোবর মাদক বিক্রেতা সোহান সহ কতিপয় ব্যক্তি জগন্নাথপুর উপজেলার ইনাতগঞ্জ পুর্ব বাজারের মোজাহিদকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় মামলা হলে গতকাল দুপুরে চুনারুঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতে তাকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।