স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার কাজিরগাঁও গ্রামের সোহান মিয়া নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের আউয়াল মিয়ার পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকালে পারিবারিক কলহের জের ধরে সে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সকাল ১১টায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে কাউকে কিছু না বলে হাসপাতাল থেকে তার লাশ নিয়ে যায় স্বজনরা। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে। কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।