স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর বাজারে ২ ইউনিয়নের ১৩ গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় সালিশ বিচার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিএনপি নেতা জি কে আব্দুল গফ্ফার এর সভাপতিত্বে বাহুবল উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উভয়পকে নিয়ে উপজেলা মিলনায়তনে এক সালিশ বিচার অনুষ্ঠিত হয়। সালিশ বিচার আপোষের মাধ্যমে মিমাংশা হয়।
এতে আরো সিদ্ধান্ত হয় আটগাঁও পক্ষ ১টি মোটরসাইকেলের ক্ষতিপূরণ দিবেন এবং পাঁচগাঁও পক্ষ ১টি মোটরসাইকেল ক্ষতিপূরণ দিবেন। আহতরা নিজ নিজ গ্রাম চিকিৎসার ব্যবস্থা করবেন। এছাড়াও উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান প্রমুখ।