নবীগঞ্জ প্রতিনিধি ॥ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের রূহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় নবীগঞ্জে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে ছাত্র জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনাসহ সকলকে বিচারের আওতায় নিয়ে আসার দাবীতে অবস্থান কর্মসূচি পালন করা হয়। বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে শহরে গোল্ডেন প্লাজার দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে ছাত্র জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনাসহ সকলকে বিচারের আওতায় নিয়ে আসার দাবীতে অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালিক টাওয়ারের সামনে গিয়ে অবস্থান নেন বিএনপি নেতৃবৃন্দ। এর আগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে নবীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ছালিক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ছাবির আহমেদ চৌধুরী। বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল বারিক রনি, আব্দুল মোক্তাদির চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, মোর্শেদ আহমদসহ ১৩টি ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ছাবির আহমেদ চৌধুরী বলেন- ১৫ আগস্ট শোক সভার নামে কেউ যেন নৈরাজ্যসৃষ্টি করতে না পরে সেজন্য বিএনপি নেতাকর্মীদের নিয়ে রাজপথে থাকার ঘোষণা দেন। তিনি বলেন- শোকসভার নামে কেউ নৈরাজ্য করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে।