প্রেস বিজ্ঞপ্তি ॥ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ও নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল প্রত্যাখান করে ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে, গতকাল ২০ নভেম্বর সোমবার হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য ও নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরী’র নেতৃত্বে করা হয়েছে।
নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের পক্ষ থেকে নবীগঞ্জ টু সিলেট রোডে শান্তিপূর্ণ মিছিল ও পিকেটিং করা হয়। এসময় নবীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা রবিন আহমেদ সেজু, শামীম খান, হোসাইন আহমেদ জিহাদ সহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।